সলমন খান বলিউড ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় তারকাদের মধ্যে একজন। পুরুষ – মহিলা নির্বিশেষে তার ভক্তের সংখ্যা কয়েকগুণ। বরাবর জনপ্রিয়তার শিখরে থেকেছেন তিনি । হাম আপকে হ্যায় কৌন, বজরঙ্গি ভাইজান, বডিগার্ড, সুলতান ইত্যাদি জনপ্রিয় এবং হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু এর পাশাপশি অভিনেতা সলমন খান আদ্যপ্রান্ত একজন “ফ্যামিলি ম্যান”। তাঁর পিতা একজন বিখ্যাত চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। তার দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানও বহু বছর ধরে হিন্দি চলচ্চিত্র জগতে কাজ করছেন তারই মত। সলমন তাঁর পুরো পরিবারের সঙ্গে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর একটি বিশাল বাংলোতে বসবাস করেন।
আক্রান্ত সলমন খান
প্রসঙ্গত গত কয়েক মাস আগে সলমন খানের বাসভবনে গুলি চালানোর ঘটনা ঘটে। ভাগ্যক্রমে অভিনেতা সলমন খান এবং তাঁর পরিবারের সকলের কোনওরকম ক্ষতি হয় নি এই ঘটনায়। তবে এরপর সলমন খানের বাসভবনের চারিপাশে সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এটাই প্রথম নয় এর আগেও বহুবার সলমন খানকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি। তারপরও নিজের গ্যালাক্সি এপার্টমেন্ট ছেড়ে যেতে চাননি অভিনেতা সলমন খান। সেখানেই থাকার সিদ্বান্ত নিয়েছিলেন তিনি। কেন তিনি এখানেই থাকতে চান, তার কারণ নিজের মুখেই জানিয়েছিলেন অভিনেতা।
২০০৯ সালে পরিচালক ফারাহ খানের চ্যাট শো “তেরে মেরে বিচ মে” এর এক পর্বে এসেছিলেন সলমন খান। সেখানে পরিচালক ফারাহ খান তাঁকে প্রশ্ন করেন , “আপনি বিশ্বের সুপারস্টার, এবং আপনি কোটির টাকা আয় করেন, কিন্তু আপনি তাও এক বেডরুম হলে থাকেন কারণ এটি আপনার মায়ের বাড়ির নীচে অবস্থিত তাই?” এই প্রশ্নের উত্তরে সলমন খানকে বলতে শোনা যায়, “হ্যাঁ কিন্তু আসলে এটি একটি তিন বেডরুমের হল, কীভাবে এটি এক বেডরুম হল হয়ে গেল তা জানিব না”। অভিনেতা সলমন খানের এমন মন্তব্যের জন্য তাঁকে পাল্টা প্রশ্ন করেন ফারাহ খান। তিনি জিজ্ঞেস করেন, অভিনেতা তাঁর মায়ের কাছে থাকেন বলেই কি তিনি সুরক্ষিত বোধ করেন? তার জবাবে অভিনেতা জানান, এটি একটি অসাধারণ অনুভূতি যে তিনি দিন শেষে তার বাবা-মায়ের পাশে বসে বিশ্রাম নিতে পারেন।
প্রসঙ্গত চলতি বছর ১৪ এপ্রিল ভোর পাঁচটা নাগাদ সলমন খানের বাসভবনের বাইরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। একটি সূত্র অনুযায়ী সলমন খান ও তাঁর পরিবারের ক্ষতি হওয়ার আশঙ্কায় বেশ চিন্তিত। যদিও এই ঘটনার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি আরও দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায়শই সলমন খানের সমুদ্র ঘেঁষা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের সমাগম ঘটতে দেখা যায়।