ধুমের জ্বরে সবসময় ঘায়েল হয়েছে বলিউড। জন আব্রাহাম থেকে আমির খান ধুম সিরিজের সবকটি সিনেমাই পেয়েছে ব্যাপক সাফল্য। তবে ধুম ২ তে হৃত্বিক রোশনের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। সেখানে তাঁর অভিনয়, অ্যাকশন, নাচ এবং বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তাঁর রসায়ন আজও মনে দাগ কেটে রেখেছে দর্শকের।
এবারে বড়পর্দায় আসছে ‘ধুম ৪’
যশ রাজ ফিল্মসের ব্যানারে সঞ্জয় গাধবির পরিচালনায় প্রথম শুরু হয় ‘ধুম’সিরিজের পথচলা। ২০০৪ সালে ধুম সিনেমাটির প্রযোজনা করেন আদিত্য চোপড়া এবং যশ চোপড়া। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এশা দেওল ও রিমি সেন।
এর ঠিক দু’বছর পর ২০০৬ সালে সঞ্জয় গাধবির পরিচালনায় আসেbধুম ২। মুখ্য ভূমিকায় ছিলেন হৃত্বিক রোশান, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসু ও রিমি সেন। এরপর ২০১৩ সালে বিজয় কৃষ্ণ আচার্যর পরিচালনায় মুক্তিপায় ধুম ৩। প্রযোজনা করেছিলেন আদিত্য চোপড়া। মুখ্য চরিত্রে ছিলেন আমির খান, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ ও জ্যাকি শ্রফ। বলিউডে নির্মিত সর্বোচ্চ বাজেটের সিনেমা এটি। ১.৫০ বিলিয়ন রুপি বাজেটের এই বলিউড সিনেমার আন্তর্জাতিক আয় ছিলো ৫.৩৩ বিলিয়ন রুপি।
এবারে বড়পর্দায় আসছে ‘ধুম ৪’। অভিনেতা রণবীর কাপুরের ৪২তম জন্মদিনে এক সংবাদ মাধ্যমে এই খবর পাওয়া যায়। যশ রাজের ‘ধুম’ সিরিজের পরবর্তী সিনেমায় মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা রণবীর কাপুরকে। ‘ধুম ৪’ নিয়ে এখন চর্চা চলছে সবসময়। দর্শকরা অনেক আশাবাদী তাঁদের ছোটবেলার প্রিয় সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। এর আগে শোনা গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে।
তবে রণবীরের জন্মদিনেই বলিউডের সূত্রের খবরে জানা যায় প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে নাকি দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’ এর গল্প শোনার পর নিজে থেকেই সেখানে অভিনয় করতে চান অভিনেতা রণবীর। রণবীর কাপুরকে সচরাচর অ্যাকশন চরিত্রে দেখা না গেলেও ‘অ্যানিমাল’ ছবিতে তাঁর অভিনয়ে পাগল হয়েছেন দর্শক। ধুম সিরিজের সিনেমাও যেহেতু অ্যাকশন ঘরানার ছবি তাই সেখানে খলচরিত্রে তাঁকে দেখতে আগ্রহী ভক্তরা। ধুম সিরিজের সিনেমা খল কেন্দ্রিক হয়ে থাকে।
এবারে দর্শকদের প্রশ্ন এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে কোন বলিউড সুন্দরীকে?
শোনা যাচ্ছে, হয়তো রণবীরের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি, তাঁর অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। আর তারপর থেকেই তাঁকে নিয়ে চরিত্র ভাবতে শুরু করেছেন ‘ধুম ৪’ ছবির নির্মাতারা। এর আগে ২০২৩ সালে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে শ্রদ্ধার সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। যদিও সেই ছবি খুব একটা সাফল্যের মুখ দেখেনি। নেটিজেনদের অনেকের দাবী, শ্রদ্ধার পরিবর্তে দীপিকা পাডুকোনকে এই চরিত্রে রাখা হোক। ধুম সিরিজের সিনেমাগুলো অ্যাকশন ঘরানার হয়। তাই রণবীরের বিপরীতে এই চরিত্রে দীপিকাকে চাইছেন দর্শক। এর আগে বলিউড এবং হলিউডে অ্যাকশন চরিত্র করে দর্শকদের মন জিতেছেন দীপিকা। তাই মিষ্টি মেয়ে শ্রদ্ধার থেকে দীপিকাই এই চরিত্রে বেশি মানানসই বলে মনে করছেন দর্শকরা। দীপিকা রণবীর জুটি বলিউডের অন্যতম চর্চিত জুটি। দুজনার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। যদিও সেই সম্পর্কের কোনো শেষ পরিণতি ঘটে নি। সেসব ভুলে দুজনেই নতুন করে সংসার সাজিয়েছেন। আবারো একসাথে বড়পর্দায় দেখা যাবে কি এই জুটিকে?
তবে অনেকে আবার শ্রদ্ধাকেই খলনায়িকার ভূমিকায় দেখতে চাইছেন। অনেকে আবার তৃপ্তি ডিমরিকে এই চরিত্রে দেখতে আগ্রহী। ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর সঙ্গে রণবীর কাপুরের রসায়ন বেশ ভালই মন জিতেছিল দর্শকদের। সেই রসায়নই পর্দায় আবার দেখতে চাইছেন দর্শক।
তবে ধুম ৪ এ আর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে না অভিষেক বচ্চন এবং উদয় চোপড়াকে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গিয়েছে বলিউডের জনপ্রিয় দুজন নবীন প্রজন্মের অভিনেতার কাছে। তবে তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। সব মিলিয়ে ‘ধুম ৪’ নিয়ে দর্শক ভক্তদের উদ্দেশ্য এখন তুঙ্গে। শোনা গেছে, ২০২৫ সালের শেষেই শুটিং শুরু হবে এই সিনেমার।
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার