রাঘব জুয়াল নিজের নৃত্য শিল্পে পারদর্শীতার জন্য সকলের কাছে পরিচিত। তাঁর এই প্রতিভার জন্য তাকে ড্যান্স রিয়ালিটি শোয়ের হোস্ট হিসেবেও দেখা গেছে বহুবার। আর সেখানেও একজন হোস্ট হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার রাঘব একজন অভিনেতা হিসেবে মন জয় করে নিয়েছেন দর্শকদের।
বিভিন্ন চরিত্রে রাঘব
২০২৩ সালে সিনেমাহলে মুক্তি পেয়েছিল রাঘব জুয়েল অভিনীত ছবি ‘ কিল ‘। রাঘব ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে লক্ষ্য, তানিয়া প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীদের। ছবিটি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি কিন্তু কিছু মাস আগে ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হস্টারে’। আর তারপরেই ‘কিল ‘ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। রাঘব বাস্তব জীবনে একজন হাসিখুশি মানুষ হলেও এই ছবিতে একজন দুঁদে ভিলেন হিসেবে হাজির হয়েছেন তিনি। রাঘবের অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছে দর্শকদের।
তবে শুধু নেগেটিভ নয়, পজেটিভ চরিত্রেও নজর কেড়েছেন তিনি। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘গিয়ারা গিয়ারা ( ১১:১১)’। সেখানে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাঘব জুয়াল। সেখানেও তার অভিনয় বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
দুঁদে ভিলেন রাঘব
বেশ কিছুদিন আগে ইউটিউবের পর্দায় প্রকাশিত হয়েছে ‘ য়ুধরা ‘ ছবির ট্রেলার। এই ছবিতে আরও একবার খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাঘব। ইতিমধ্যেই ট্রেলারে অভিনেতার যেটুকু অংশ দেখা গেছে তাতেই সকলে উচ্ছ্বসিত ফের একবার তার অভিনয় দেখার জন্য। সূত্র মারফত জানা গেছে, এই ছবিতে একটি নাচের দৃশ্য থাকবে রাঘবের। ৪ বছর পর আবারও নাচের ছন্দে বড় পর্দায় দেখা যাবে তাকে। শেষবার রাঘব জুয়ালের নাচের দৃশ্য দেখা গিয়েছিল ‘স্ট্রীট ড্যান্সার থ্রিডি ‘ ছবিতে। উল্লেখ্য, মালবিকা মোহনন, সিদ্ধান্ত চতুর্বেদীও সহ আরও অনেকে এই ‘ য়ুধরা ‘ ছবিতে অভিনয় করেছেন। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন রবি উদয়ওয়ার।
নৃত্য শিল্প, হোস্টিং এমনকি অভিনয় সবরকম শিল্প মাধ্যমেই নিজের প্রতিভার মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছেন রাঘব জুয়াল। এর আগে তাকে ‘ এবিসিডি: এনিবডি ক্যান ড্যান্স’ , ‘ স্ট্রীট ড্যান্সার থ্রিডি ‘ , ‘ কিসি কা ভাই কিসি কা জান ‘ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন রাঘব জুয়াল।