সইফ আলি খান এবং করিনা কাপুর খান বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল। দীর্ঘ কয়েক বছর ধরে একসঙ্গে সংসার করছেন তারা। বর্তমানে তাঁদের দুটি সন্তান রয়েছে, বড় ছেলে তৈমুর আলি খান এবং ছোট ছেলে জেহ আলি খান।
তবে করিনা কাপুর সইফের প্রথম স্ত্রী নন। ১৯৯১ সালে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে হয় সইফ আলি খানের,তবে ২০০৪ সালে বিয়ের কিছু বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তাঁদেরও দুটি সন্তান রয়েছে বর্তমানে, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর ২০১২ সালে করিনা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সইফ আলি খান। এই জুটি একসঙ্গে ওমকারা, কুরবান এবং তাশান – এর মতো ছবিতে কাজ করেছেন। তবে এই জুটির ভক্তরা দীর্ঘদিন তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাইনি, কবে আবার করিনা এবং সইফকে যুগলে দেখা যাবে স্ক্রীন শেয়ার করতে এই নিয়ে প্রশ্ন রয়েছে তাঁদের অনুরাগী এবং দর্শকদের মধ্যে। তবে করিনা নিজেই একটি ইভেন্টে এই বিষয় নিয়ে উত্তর দিলেন।
কবে ফিরবেন তাঁরা? জানালেন করিনা
সম্প্রতি অভিনেত্রী করিনা কাপুর খান বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের জীবনের ২৫ বছর পূর্ণ করলেন। অভিনেত্রীর এই সাফল্যকে উদযাপন করার জন্য একটি বিশেষ ফিল্ম ফেস্টিভালের আয়োজন করা হয়। ১৫ দিন ব্যাপী এই ফেস্টিভ্যালে করিনা কাপুর খানের বেশকিছু ছবি দেখানো হবে। চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং কলকাতার মতো শহরগুলিতে আয়োজিত করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। কারিনা কাপুরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের একটি ইভেন্টে মিডিয়ার পক্ষ থেকে অভিনেত্রীকে একটি প্রশ্ন করা হয় যে কবে তাকে এবং সইফকে একসঙ্গে আবার কাজ করতে দেখা যাবে।
সেই প্রশ্নের উত্তরে কারিনা কাপুর বলেন, খুব শীঘ্রই আবার তাঁরা ফিরতে পারেন। এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, তবে এই মুহূর্তে সইফ আলি খান শেষ করেছে নিজের প্রথম দক্ষিণী ছবি শ্যুটিং। সেই নিয়ে তিনি এই মুহূর্তে ভীষণ উচ্ছ্বসিত। অভিনেত্রীর বলা এই কথাগুলির ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সইফ ও করিনা এর প্রজেক্ট
প্রসঙ্গত, চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের ২৭ তারিখ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে দেভারা:পার্ট ওয়ান। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআর। ইতিমধ্যে এই সিনেমার প্রকাশিত বেশ কয়েকটি গান দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এই ছবিতেই খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সইফ আলি খানকে। এই ছবির হাত ধরে দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেতা। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছে কোরাতলা শিবা।
আরও পড়ুন
অন্যদিকে করিনা কাপুর খানকে হানসল মেহতা পরিচালিত বাকিংহাম মার্ডারস ছবিতে শেষবার দেখা গিয়েছে। ছবিটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বক্স অফিসে। এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে কারিনা কাপুর খানকে। এই সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত দর্শকমহলে।