অভিনেতা অক্ষয় কুমার গত বছর নিজের জন্মদিনের দিন প্রকাশ্যে এনেছিলেন “ওয়েলকাম ৩”– এর প্রথম ঝলক। অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সেই আসন্ন ছবির প্রথম পোস্টার। যেখানে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতা ও অভিনেত্রীদের। পোস্টারের সঙ্গে সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার এই ছবির একটি ছোট্ট টিজারও আপলোড করেছিলেন ওই একই দিনে। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম নির্ধারন করা হয়েছে “ওয়েলকাম টু দ্য জাঙ্গল”। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির।
চাপের মুখে অক্ষয় কুমার
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আহমেদ খান ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরোজ এ. নাদিয়াদওয়াল্লাহ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার পর থেকে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে “ওয়েলকাম ৩” । ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর জানা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। তবে মাত্র ১৫ দিন শ্যুটিং করার পর “ওয়েলকাম ৩” ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই ছবি থেকে সরে আসবেন। সেই কথা তিনি নিজের মুখে জানিয়েছিলেন অক্ষয় কুমারকে। কারণ হিসেবে জানা যায়, ছবির চিত্রনাট্যে নাকি আচমকা অনেক পরিবর্তন আনা হয়েছে, সেই কারণে তিনি তার বাকি ছবির শ্যুটিং করার সময় পাচ্ছিলেন না। এই কারনের জন্যই নাকি তিনি এই ছবি থেকে বেরিয়ে এসেছেন।
তবে তাঁর এই সরে আসার ফলে চিন্তায় পরেছেন নির্মাতারা। মাত্র ১৫ দিন শ্যুটিং করেছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। এর ফলে খুব সম্ভবত বাদ দেওয়া হতে পারে তাঁর অংশ। তবে কী করতে চেছেন নির্মাতারা, তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে ছবি মুক্তির পরেই।
মুক্তি পিছল ছবির
অন্যদিকে চলতি বছরের ডিসেম্বর মাসে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে জানা গিয়েছে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। সম্ভবত ২০২৫ সালে মুক্তি পেতে পারে “ওয়েলকাম ৩”। মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, এখনো ছবির অধিকাংশ শ্যুটিং শিডিউল বাকি রয়েছে। তারপর রয়েছে পোস্ট প্রোডাকশনে ভিএফএক্স-এর কাজ। এখনো ছবির কাজ অনেকটাই বাকি। সেই কারনে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে ছবিটির কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। তবে আগামী বছরের কোন তারিখে মুক্তি পাবে “ওয়েলকাম ৩” সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
প্রসঙ্গত “ওয়েলকাম” ফ্রাঞ্চাইজির প্রথম ছবি “ওয়েলকাম” ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বক্স অফিসে। ওই সময় সেই ছবি দর্শকদের তুমুল প্রশংসা পায়। আশা করা যায় সমস্ত বাধা অতিক্রম করে আসন্ন বছরেই মুক্তি পাবে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা “ওয়েলকাম ৩”। এবার “ওয়েলকাম”-এর মত এই ছবি দর্শকের মন জয় করতে পারে কিনা তার উত্তর দেবে সময়।