এবারে শিক্ষাবিদদের অনুষ্ঠানে পুরস্কৃত হবেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেরা শিক্ষামূলক চলচ্চিত্রের সম্মাননা পেলো বিনি এন্ড ফ্যামিলি। এডুকেশন ওয়ার্ল্ড নামক একটি সমাবেশে এই দুই পুরস্কার ঘোষণা করা হবে। এই সমাবেশে দেশের সেরা স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি একত্রিত হয়। ৬২,০০০ এর বেশি স্কুলকে এই সমাবেশ সন্মানিত করে। তাদের সহযোগী হিসেবে ও শিক্ষায় বিভিন্ন ক্রমানুক্রমে তাঁদের সন্মানিত করা হয়।
এবারে এই সমাবেশে পুরস্কৃত হবে বলিউড। তবে শিক্ষামূলক সমাবেশে বলিউড সিনেমা বা বলি অভিনেতার পুরস্কৃত হওয়ার কি কারণ? এডুকেশন ওয়ার্ল্ডের সি.ই.ও ভাবিন শাহ জানিয়েছেন, টুয়েলভথ ফেইল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিক্রান্ত ম্যাসি বহু শিক্ষার্থীকে সফলতার স্বপ্ন দেখিয়েছেন। পরিশ্রম করলে স্বপ্ন যে বাস্তব রূপ নিতে পারে তা এই সিনেমা দেখে শিক্ষার্থীরা বুঝেছে। মনোজ কুমার শর্মার চরিত্রে বিক্রান্তের অভিনয় অনেকের জন্যই তাই অনুপ্রেরণা দায়ক। তাঁর অভিনয়ের মাধ্যমে তিনি গল্পটিকে বাস্তব রূপ দিতে পেরেছেন। তাই এমন একটি স্বচ্ছ সুন্দর চিত্রায়নের অভিনেতাকে পুরস্কৃত করে তাঁরা খুশিই হবেন।
অন্যদিকে বিনি এন্ড ফ্যামিলি এই সিনেমাটিকেও পুরস্কার প্রদান করা হবে এই অনুষ্ঠানে। এই ছবিটি সেরা পারিবারিক চলচ্চিত্রের সম্মাননা পাবে। ভাবিন শাহ বলেন, তিন প্রজন্মের গল্প নিয়ে এই ছবিটি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। পরিবারের বিভিন্ন বয়সের মানুষ একে অন্যকে বুঝবে, তাঁদের সমঝোতা থাকাটা পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই সিনেমা দেখলেই বোঝা যায়। পারিবারিক যোগাযোগের যে বার্তা এই সিনেমাতে দেওয়া হয়েছে তা সত্যিই অনবদ্য।
সুতরাং দুটি সিনেমার শিক্ষণীয় বিষয় উপলব্ধি করেই তাঁদের পুরস্কার প্রদানের সিদ্ধান্তে উপনীত হয়েছেন শিক্ষাবিদরা। বলিউডকে আরও এমন শিক্ষামূলক কাজ করতে আগ্রহী করবে এই পুরস্কার। ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর দিল্লিতে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
২০২৩ সালের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় টুয়েলভথ ফেইল সিনেমাটি। মুক্তির বেশ কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় অসাধারণ রিভিউ পেয়ে দর্শকদের নজরে আসে এই সিনেমা। ভক্তদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফলতা লাভ করে এই সিনেমা। ৬৯তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে, এই সিনেমা সেরা সিনেমার পুরস্কার পায়। ছবিটির পরিচালক বিধু বিনোদ চোপড়া সেরা পরিচালক এবং বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার পুরস্কার পান। এছাড়াও বিভিন্ন খাতে আরও দুটি সোহ মোট পাঁচটি পুরষ্কার পায় এই সিনেমা। ছবিটির বাণিজ্যিক আয় ছিল ৬৬.৫৮ কোটি।
বিক্রান্ত ম্যাসির অসামান্য অভিনয়
সিনেমার মূল গল্প ছিলো টুকলি করে পাশ করা একজন দরিদ্র ছাত্রর আইপিএস হয়ে ওঠা নিয়ে। সিনেমাটি মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্প নিয়ে তৈরি। অনুরাগ পাঠকের একটি উপন্যাস থেকে প্রথম এই গল্প পাওয়া যায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, মেধা শঙ্কর, সঞ্জয় বিষ্ণোই এবং প্রিয়াংশু চ্যাটার্জি।
২০০৭ সালে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে পর্দায় আসেন বিক্রান্ত। লুটেরা সিনেমার মধ্যে দিয়ে প্রথম বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর আ ডেথ ইন দ্য গঞ্জ,
মির্জাপুর (সিজন ১), ক্রিমিনাল জাস্টিস (সিজন ১), গিন্নি ওয়েডস সানি, হাসিন দিলরুবায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। টুয়েলভথ ফেইলের পর তাঁর জনপ্রিয়তা অনেকাংশেই বেড়ে যায়। ঝুলিতে আসে একের পর এক পুরস্কার।
বিনি এন্ড ফ্যামিলির মুখ্যচরিত্রে কে আছেন?
লন্ডনে বড় হওয়া স্বাধীনচেতা এক কিশোরীর সঙ্গে তাঁর পরিবারের গল্পই আছে বিনি এন্ড ফ্যামিলি সিনেমাতে। মেয়েটির সঙ্গে তাঁর রক্ষনশীল পরিবার বিশেষত তাঁর দাদুর গল্পই বলা হয়েছে এই ছবিতে। দুটি ভিন্ন মেরুর মানুষ কিভাবে এক হয়, একে অপরকে বোঝে সেই নিয়েই এগোয় মূল গল্প। কীকরে তাঁরা বন্ধু হয়ে একে অন্যের জীবনে পরিবর্তন আনে , তিন প্রজন্মের সেই রোলার কোস্টারের গল্পই বলা হয়েছে এই সিনেমায়।
ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় ত্রিপাঠি। প্রযোজনায় ছিলো বালাজি মোশন পিকচার্স, মহাবীর জৈন ফিল্মস এবং ওয়েভব্যান্ড প্রোডাকশন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছেন অঞ্জিনী ধাওয়ান, পঙ্কজ কাপুর, রাজেশ কুমার, হিমানি শিবপুরী, চারু শঙ্কর এবং নমন ত্রিপাঠী। বিক্রান্ত ম্যাসি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সিনেমার প্রশংসা করেছেন।
তবে টুয়েলভথ ফেইলের মতো এই সিনেমার মুখ্য চরিত্র পুরস্কৃত হচ্ছেনা। সিনেমার মুখ্য চরিত্র অঞ্জিনী ধাওয়ান বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের ভাইঝি। অঞ্জিনীর বাবা সিদ্ধার্থ ধাওয়ান এবং দাদু অনীল ধাওয়ান। তারকা পরিবার থেকে আসা বলিউডের এই নয়া প্রবেশকারীর ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে।
প্রতিবেদন: প্রিয়াংকা সরকার