দর্শক প্রতীক্ষিত ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে একসঙ্গে পা মিলিয়েছেন কালের দুই তারকা অভিনেত্রী বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। সিনেমাতে অভিনয় করেছেন তাঁরা দুজনেই। মন্জুলিকার বেশে দর্শক কাকে দেখতে চলেছে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো।
এই সিনেমার প্রচারে এসেই মঞ্চে আবারো একসঙ্গে পা মেলান বিদ্যা ও মাধুরী। সিনেমার প্রচার বা নাচের পারফরম্যান্সের জন্য বিদ্যা বালান পরেছিলেন কালো শাড়ি। ভারতনাট্যমের সাজে গয়নাও পড়েছিলেন। মাধুরী দীক্ষিত পড়েছিলেন গোলাপী এবং সবুজ লেহেঙ্গা। তবে নাচ করতে করতে তাঁর মাঝে ব্যালেন্স হারিয়ে পড়ে যান বিদ্যা। তবে শো থেমে গেলে চলবে নাকি? মাটিতে বসেই নাচের মুদ্রা চালাতে থাকেন বিদ্যা। আস্তে আস্তে নাচের ভঙ্গিমাতে উঠেও দাঁড়ান।
পড়ে গেলেন বিদ্যা বালান
অভিনেত্রী বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাদের নতুন গান, ‘ভুল ভুলাইয়া ৩.০’তে নাচ পারফর্ম করেন শুক্রবার রাতে। আর সেখানেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। ‘অমি যে তোমার’ গানে নাচতে গিয়ে পড়ে গেলেন বিদ্যা। একসঙ্গে নাচলেও তাঁর দিকে ফিরে তাকালেন না মাধুরী। নাচতে গিয়ে ব্যালেন্স হারিয়ে স্টেজে পড়ে যান বিদ্যা বালান।
যদিও তাতে মনোবল একটুও কমেনি বিদ্যার। উঠে দাঁড়িয়ে আবার নাচতে শুরু করেন। নাচের ভিডিয়োতে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতকে পাশাপাশি নাচতে দেখা গিয়েছে। হঠাৎ বিদ্যা পড়ে গেলেও, সাহস নিয়ে চালিয়ে যান নাচ। আবার সেই ঘটনা দেখে মাধুরী কিন্তু মোটেও থেমে যাননি। এটিই একজন ভালো পারফরমারের লক্ষণ। আর বিদ্যা উঠে দাঁড়াতেই, মাধুরী এসে হাত রাখেন বিদ্যার কাঁধে। সেটাও নাচের ভঙ্গিমায়। তাঁদের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকল দর্শক ভক্তদের মন।
তাদের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিয়ে তাঁদের কুর্নিশ জানায়।বিদ্যার পারফরম্যান্সে ভক্তদের প্রতিক্রিয়া ছিলো মনোমুগ্ধকর। একজন ভক্ত পারফরম্যান্সের ভিডিয়োতে মন্তব্য করেন, বিদ্যা যে পড়ে যাওয়ার পরেও পারফরমেন্সটি সম্পূর্ণ করেছিলেন এটিকে তিনি বাহবা দেন। আরেজন লেখেন, মাধুরীও যে ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন এবং পরে ফিরে এসে বিদ্যাকে সাহস দিলেন এটি তাঁর ভীষণ সুন্দর লেগেছে। তৃতীয়জন মন্তব্য করেন, আজকালকার নায়িকাদের মধ্যে নাকি এমন গ্রেসের অভাব ভীষণভাবে। ৪র্থ জন মাধুরীকে ম্যাম সম্বোধন করে হ্যাটস অফ জানান, যেভাবে তিনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে তা অনবদ্য।
কি বললেন বিদ্যা?
বিদ্যা নিজেও পরে মাধুরীর প্রশংসা করে বলেন, তিনি সবসময় মাধুরীর সঙ্গে নাচতে চেয়েছিলেন। ‘তেজাব’ ছবির এক দো তিন গানে তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন বিদ্যা। স্টেজে দাঁড়িয়ে বিদ্যা বলেন মাধুরী দীক্ষিত শুধু একজন নৃত্যশিল্পী নন। মাধুরী দীক্ষিত নিজেই নৃত্যকলা।
একটি সংবাদমাধ্যমের কাছে বিদ্যা বলেন, সেদিন তাঁর একটি স্বপ্ন সত্যি হয়েছে। তিনিও মাধুরীর মতো নাচতে চেয়েছিলেন এবং এখন তিনি মাধুরীর সঙ্গে পারফর্ম করছেন। তিনি পড়ে গিয়েছিলেন ঠিকই, তবে মাধুরী যেভাবে তাঁকে পরিচালনা করেছিলেন, তাতেই প্রমাণিত হয় তিনি মাধুরী দীক্ষিত।
আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত ‘ভুল ভুলাইয়া ৩’ একটি হরর কমেডি ছবি। বিদ্যা ও মাধুরী ছাড়াও কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রর মতো বহু অভিনেতা রয়েছেন এই সিনেমাতে। পয়লা নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’। এই ছবির সঙ্গে জোর টক্কর হবে রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’ সিনেমার।