এমনিতে বাঙালির ঘরের মেয়ে বিদ্যা বালান। কেরিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমা দিয়ে। বাংলার প্রতি অদ্ভুত এক টান আছে অভিনেত্রীর। কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলেন। তাই দক্ষিণ ভারতীয় হওয়া সত্বেও অনেকেই বিদ্যাকে বাঙালি মনে করেন।
এবারে সুকুমার রায়ের কবিতা পাঠ করে বাংলার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করলেন বিদ্যা। সঙ্গে ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। মূলত তিনিই বিদ্যার কবিতা গুরু। যেখানে এই রাজ্যের মানুষই বাংলাটা ঠিক আসে না বলতে ব্যস্ত। সেখানে দুজন অবাঙালি মানুষ কি সুন্দর বাংলা কবিতা পাঠ করলেন।
বিদ্যা বালানের সঙ্গে কলকাতার আত্মিক যোগ যে গভীর, সেকথা সকলেই জানেন। এখানে আসলেই তিনি হিন্দি-ইংরাজি ভুলে বাংলাতেই কথা বলতে বেশি ভালোবাসেন। এই শহরের প্রতি তাঁর প্রেম একেবারে চিরন্তন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আনিজ বাজমি পরিচালিত তাঁর ছবি ভুলভুলাইয়া ৩। যা বক্সঅফিস রীতিমতো কাঁপাচ্ছে বলে শোনা যাচ্ছে। ১২ দিনেই গ্লোবালি ছবি ঢুকে গিয়েছে ৩০০ কোটির ক্লাবে ৷
এসবের মধ্যেই বিদ্যার মুখে শোনা গেল সুকুমার রায়ের আবোল তাবোল-এর ‘সৎ পাত্র’ কবিতাটি। আর অভিনেত্রীকে সেই ছড়া শিখিয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। সম্প্রতি বিদ্যা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি সোফায় রাজেশ ও বিদ্যা বালান বসে রয়েছেন।
রাজেশ ভিডিয়োতে বলেন তিনি বহুবছর আগে বিদ্যাকে এই সৎ পাত্র ছড়াটি শিখিয়েছিলেন আর বিদ্যার এত বছর পরও সেটা মনে আছে। এরপরই রাজেশ ও বিদ্যার যুগলবন্দিতে শোনা যায় ‘সৎ পাত্র’ কবিতাটি। বিদ্যার মুখে বাংলায় সৎ পাত্র কবিতাটি শুনতে মন্দ লাগবে না। কেউ ধরতেই পারবে না তিনি একজন অবাঙালি। তবে কিছু কিছু শব্দ ও লাইন ভুলে যাচ্ছিলেন যা মনে করিয়ে দেন অভিনেতা রাজেশ।
২০২৩ সালে বাংলা সাহিত্যিক ও কবি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল ১০০ বছর পূর্ণ করেছে ৷ ছোট ছোট অনেক ছেলে মেয়েদের মুখে আজও জনপ্রিয় এই বইয়ের কবিতা৷ সেই বই থেকেই সৎ পাত্র কবিতা পাঠ করেন বিদ্যা ও রাজেশ ৷
ভিডিয়োতে বেশ কিছু জায়গায় বিদ্যা আটকে গেলেও সুশিক্ষকের মতো তাঁকে গার্ড করেছেন রাজেশ৷ আসলে ‘বন্ধু’ রাজেশ বছর ৭ আগে সুপাত্র কবিতা পাঠ শিখিয়েছিলেন বিদ্যাকে৷ এখন সেটা কতটা মনে রয়েছে, মজার ছলে সেই পরীক্ষাই ধরা পড়েছে এই ভিডিয়োতে৷ পুরনো সেই স্মৃতি ভুল ভুলাইয়ার সেটে আরও একবার ঝালিয়ে নেন দুই তারকা ৷
ভাইরাল সেই ভিডিয়ো ফেসবুক পেজে শেয়ার করেছেন বহু ভক্ত। বিদ্যা রাজেশের প্রশংসায় পঞ্চমুখ দর্শক ভক্তরা। প্রশংসা করেছেন বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ ভাইরাল এই ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, “কি মিষ্টি ৷ দুজন নন-বেঙ্গলি অভিনেতা আবোল তাবোল পাঠ করছেন ৷ ভাগ্যক্রমে দুজনকেই চিনি ৷”
অভিনেত্রী শ্রীলেখা আরও লেখেন, “অনেকেই জানেন না, জাতীয়স্তরে বিজ্ঞাপনের জন্য বিদ্যা আমার স্কিন টেস্ট নিয়েছিলেন৷ সেটা পরিণীতা হওয়ার আগে। রাজেশ ঘরের ছেলে। খুব ভালো অভিনেতা ও সহকর্মী৷ যাঁর সঙ্গে আমি কাজও করেছি ৷ জেন জি কি এই কবিতা জানে?”