এবারে বলিউডের নতুন হার্টথ্রব, বেদাং রায়না। ১১ অক্টোবর মুক্তি পেয়ে গেছে তাঁর দ্বিতীয় ছবি ‘জিগরা’। দ্বিতীয় ছবিতেই আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন বলিউডের এই নতুন হার্টথ্রব। এই ছবিতেই প্রথম বড় পর্দায় উপস্থিত হতে চলেছেন বেদাং।নতুন ছবির প্রচারে এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সেই প্রচারে এসেই নিজের প্রথম সিনেমার ফিল্ম সেটে অভিজ্ঞতার কথা বলেন তিনি।
প্রথম ছবি বেদাংয়ের
তাঁর প্রথম অটিটি মুভি ‘দ্য আর্চিস’ এ তাঁর সহঅভিনেত্রী ছিলেন শাহরুখ কন্যা সুহানা খান। সেই সময়ের শ্যুটিংয়ে সুহানা খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়েই সংবাদমাধ্যমের কাছে কথা বলেন বেদাং রায়না।সুহানার বেশ প্রশংসা করেই বেদাং বলেন, সুহানা কিন্তু সকলের প্রতিই খুবই নমনীয়। তবে রেডি হতে একটু বেশিই সময় নেন। তাঁকে প্রায় ৪০ মিনিট বেশি অপেক্ষা করতে হতো সুহানার জন্য। সকলের থেকে বেশি সময় ধরে প্রস্তুত হবার বিষয়টি ‘সহ্য’ করা একটু কঠিন ছিলো বটে। যখন তাঁদের একসঙ্গে শট থাকতো তখনও নাকি মাঝে মধ্যে সুহানার মেকআপ ম্যান তাঁদের থামিয়ে বলতো, একটু দাঁড়াও, ওর চুল ঠিক করে নেই। তবে অভিনেতা এও বলেন, মাঝেমধ্যে এমন বাঁধা সিনেমার জন্য খুব প্রয়োজন ছিল।সুহানা খান এবারে তাঁর বাবা শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হচ্ছেন।
সুহানার নতুন ছবি
সুজয় ঘোষের অ্যাকশন ফিল্ম ‘ কিং’এ দেখা যাবে তাঁকে। ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে বাবা-মেয়ের জুটির এই ছবি। তার জন্য সুহানাকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন বেদাং। অন্যদিকে বেদাং রায়নার নতুন ছবি ‘জিগরা’ চলতি সপ্তাহে বড় পর্দায় দেখা যাবে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিগরা’তে ৫৩ বছর আগের একটি গানের রিমেক হয়েছে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘হরে রাম হরে কৃষ্ণ’ চলচ্চিত্রে কিশোর কুমারের গাওয়া ‘ফুলো কা তারোকা’ গানটি নতুনভাবে গেয়েছেন ‘জিগরা’ সিনেমার মুখ্য চরিত্র ভেদাং রায়না। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে জেনজি অভিনেতার এই গান। লোকের মুখে মুখে গাইতে শোনা যাচ্ছে এই গান।অভিনয় দিয়েই বলিউডে অভিষেক হলেও অভিনয় করার কথা নাকি কখনো চিন্তাই করেননি বেদাং। প্রথম ছবিতে অভিনয় দিয়েই সবাইকে মুগ্ধ করলেও ছেলেবেলা থেকেই গিটার আর গান ছিল তাঁর নিত্যসঙ্গী। ইচ্ছা ছিল গান আর মডেলিংয়েই কেরিয়ার গড়বেন।
কিন্তু অভিনয়ের জগতে শেষমেষ চলেই এলেন। এই নয়া অভিনেতার ফ্যাশন সেন্সও কিন্তু মন জিতেছে ভক্তদের। ইতিমধ্যেই অ্যাম্বাসেডর হয়েছেন বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডের।সম্প্রতি সিঙ্গাপুরে গার্নিয়ার ইন্ডিয়ার মুখ হিসাবে ঘোষিত হয়েছিলেন এই তরুণ অভিনেতা। সেখানেই বলিউডে তাঁর যাত্রা এবং সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসার কথা তুলে ধরেন। অভিনেতা আরও বলেন, দ্য আর্চিস-এ কাজ করা সেই সময়ের জন্য তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। আর এবারে আলিয়া ও ভাসান বালার সঙ্গে নিজের দ্বিতীয় ছবি করা ছিলো আরও এক স্বপ্ন। জিগরার জন্য কাজ করতে পেরে তাঁর সম্মান এবং সুযোগ দুইই সুবিশাল হয়েছে বলে তিনি মনে করেন। সিনেমাটির মুক্তির অপেক্ষায় তাই অভিনেতা নিজেও। সে চায় দর্শক তাঁর কাজ দেখুক।দর্শক কতটা তাঁর কাজ ভালোবাসছে সেই অপেক্ষা আরও বেশি করছেন অভিনেতা।
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার