তুম্বাদ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাহলে। হরর ফ্যান্টাসি ঘরানার এই ছবি সেই সময় বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। তবে যতো বছর এগিয়েছে দর্শকদের মধ্যে ছবিটিকে ঘিরে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। বহু মানুষ তুম্বাদকে ভারতীয় চলচ্চিত্র জগতের হরর – ফ্যান্টাসি ঘরানার অন্যতম সেরা ছবি হিসেবে ঘোষণা করেছে।
তুম্বাদ – এর কাহিনী
এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সোহম শাহ। তাঁর অভিনীত চরিত্রের নাম বিনায়ক রাও। এমনকি এই ছবির প্রযোজকও ছিলেন তিনি। তুম্বাদ ছবির গল্প শুরু হয় এক বাবা ও ছেলের জুটিকে ঘিরে। ছবিটির প্রেক্ষাপট ছিল মহারাষ্ট্রের একটি গ্রাম যেখানে লুকোনো রয়েছে বিংশ শতকের গুপ্তধন। এই চলচ্চিত্রে দেখা যায় একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গের মধ্যে রয়েছে একটি কুয়ো এবং সেই কুয়োয় ভেতরে রয়েছে ওই গুপ্তধন। বিনায়ক রাও বারবার সেই গুপ্তধন নিতে ছুটে যায় ওই প্রাসাদের ভেতর। ছবিতে দেখা যায় এই প্রাচীন দুর্গ যেন পূর্বপুরুষের কোনো সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করে যা কোনো অশুভ এবং দানবীয় শক্তির দ্বারা সুরক্ষিত ছিল।
আসছে তুম্বাদ ২
৬ বছর প্রেক্ষাগৃহে দ্বিতীয়বার মুক্তি পেল তুম্বাদ। গত ১৩ সেপ্টেম্বর থেকে এই ছবিটি আরও একবার দেখতে পাওয়া যাচ্ছে সিনেমাহলে। তবে শুধু ছবিটি ফের মুক্তি দেওয়াই নয়, এর সঙ্গে প্রযোজক তথা তুম্বাদ ছবির মূল অভিনেতা সোহম শাহ ঘোষণা করলেন এই ছবির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আনতে চলেছেন তাঁরা। সোহম নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে তুববাদ ২ আসার কথা ভাগ করে নিলেন সকলের সঙ্গে। সম্ভবত প্রথম ছবির মূল চরিত্র বিনায়ক রাওয়ের ছেলেকে ঘিরে তৈরি হবে তুম্বাদ ২ – এর গল্প। তবে সম্ভবত আসন্ন এই ছবিতে তুম্বাদ ছবির কিছু অংশ রাখা হবে।
তুম্বাদ ২ ছবির মূল বিষয় হবে অমরত্ব। তুম্বাদ পুনরায় মুক্তির পাওয়ার পরেই সোহম শাহ তুববাদ ২ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। এই টিজারের শেষ অংশে একটি কন্ঠকে বলতে শোনা গেল “প্রলয় আসবে”। এই ঘোষণা হওয়ার পর থেকে উচ্ছ্বসিত দর্শকরা। তুম্বাদ ছবির পরিচালনা করেছিলেন রাহি অনিল বার্ভ।
জানা গেছে, ২০০৮ সালে সর্বপ্রথম এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য পছন্দ করা হয় নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে। তবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে তিনি এই ছবিটি করেননি। এরপর ২০১২ সালে সোহম নিজে পরিচালকের সঙ্গে এই ছবিটি বানানোর সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, তুম্বাদ ২ ছবিটি কবে মুক্তি পাবে এই সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্টভাবে এখনো কিছু জানানো হয়নি।