বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ ইমার্জেন্সি ‘-কে কেন্দ্র করে বিতর্কের আকার ধারণ করেছে। সিনেমা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে শিখ সম্প্রদায়। তাঁরা দাবি করছেন এই সিনেমায় তাঁদের ইতিহাস ও মর্যাদাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কঙ্গনার বিরুদ্ধে হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।কী রয়েছে সেই ভিডিও-তে?, পাঞ্জাবের একটি প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং কাঙ্গানাকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেন ‘ ইতিহাস বদলানো যায় না ‘। যদি তাঁরা শিখদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছেন তার পরিণতি কী হয়েছিল। ‘আমরা যদি নিজেদের গলা কাটতে পারি তাহলে আপনার গলা কাটতেও পারি’। এরকম বিস্ফোরক মন্তব্যে শুধু কঙ্গনা নয় পুরো বলিউড ইন্ডাস্ট্রি চিন্তিত। কঙ্গনা রানাওয়াত বলছেন তিনি নাকি ছবি বাতিলের হুমকি পাচ্ছেন।নেতারা আরও দাবি করেছেন যে সিনেমার বিষয়বস্তু তাঁদের সম্প্রদায়ের চরিত্রকে ভুলভাবে তুলে ধরেছেন এবং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) প্রধান হরজিন্দার সিং ধামী এক সাক্ষাৎকারে বলেন এফআইআর করার প্রস্তাব করেছি। অতীতেও চলচ্চিত্রে এরকম সম্প্রদায় সম্বন্ধে ভুল উপস্থাপনা করা হয়েছিল, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে নিরপেক্ষভাবে বিচার করে এবং সেন্সর বোর্ডে শিখ সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানান তিনি। প্রধান জ্ঞানী রঘবীর সিংও কঙ্গনার সিনেমার সমালোচনা করেছেন , তাঁর মতে এখানে ইচ্ছাকৃতভাবে শিখদের চরিত্র কে বিচ্ছিন্নতাবাদী হিসেবে তুলে ধরা হচ্ছে। অতএব নতুন সিনেমা নিয়ে বর্তমানে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একের পর এক সিনেমা বক্স অফিসে ফ্লপ হচ্ছে। এই পরিস্থিতিতে ‘ ইমার্জেন্সি ‘ সিনেমার বিতর্ক আরো নতুন সমস্যার সৃষ্টি করেছে। ছবি মুক্তি আটকানোর দাবির পাশাপাশি কঙ্গনার বিরুদ্ধে হুমকির ঘটনা সিনেমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
You may also like
Movie
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, স্বাধীনতা দিবসে রয়েছে একগুচ্ছ সিনেমা রিলিজ
- BY admin
- August 10, 2024
- 0 Comments
Movie
থিয়েটার জগতের নটী বিনোদিনীকে টেক্কা দিতে এসেছে বড় পর্দার বিনোদিনী
- BY admin
- August 10, 2024
- 0 Comments