গোটা এলাকা ধুলোময়। চারিদিক আঁধারে ভরা। তারই মাঝে দেখা মিলল এক বিশাল কয়লাখনির। বেজে উঠল সাইরেনের আওয়াজ। আচমকা তারপর এলাকাজুড়ে কেঁপে উঠলো বিস্ফোরণের শব্দে। এরপর কুঠার হাতে এন্ট্রি নিতে দেখা যায় অভিনেতা দেবকে, তাকে বলতে শোনা গেল “,যে একা সব সয়, ওহিই সর্দার হয়”। কিছুটা এইভাবেই শুরু হল দেবের নতুন ছবি “খাদান”-এর টিজার।
খাদান সিনেমায় শ্যাম মাহাতর ভুমিকায় দেব
এই টিজারে মারকাটারি ভূমিকায় অবতীর্ণ হলেন দেব। যার অভিনীত চরিত্রের নাম শ্যাম মাহাত। টিজারের একটি অংশে দেখা যায় শ্যাম (দেব) মোহনকে ( যিশু) নিয়ে কয়লার স্তুপের ওপর দাঁড়িয়ে। আর সেখানে তাকে বলতে শোনা গেল , “ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি?” তারপর কুড়ুল হাতে একটি লাশকে টেনে নিয়ে যেতে দেখা গেল শ্যাম মাহাতকে। তারপরেই জ্বলন্ত বিড়ি মুখে শ্যামের সংলাপ ,”অ্যাকশনটা আমারই কাজ”। অন্যদিকে দেব ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে। তার অভিনীত চরিত্রটির নাম মোহন। তাকে সম্পূর্ণ অন্যরকম অবতারে দেখা গেল এই টিজারে। তার হাতে ঢোল, মাথায় আঁকা তিলক, গেয়ে চলেছেন গান। উল্লেখযোগ্য গত ২৯ শে আগস্ট বৃহস্পতিবার “খাদান”-এর টিজার মুক্তি পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। একেবারে অ্যাকশনে ভরপুর এই টিজার।
প্রসঙ্গত গত ১৪ই আগস্ট খাদানের টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আর জি কর কাণ্ডের জেরে উত্তাল হয়ে রয়েছে রাজ্যের পরিস্থিতি। সেই আবহে টিজারের মুক্তি পিছিয়ে দেওয়া হয় প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং অভিনেতা দেবের পক্ষ থেকে। তবে অবশেষে গতকাল মুক্তি পেল এই ছবির টিজার। শ্যাম (দেব) এবং মোহনের ( যিশু) বন্ধুত্বের গল্প বলবে “খাদান”। টিজারে মোহনকে দেখা যায় শ্যামের বাইকের পেছনে উল্টোভাবে বসে ঢোল বাজিয়ে গান গাইতে ব্যস্ত আর অন্যদিকে শ্যামের হাতে কুড়ুল আর সেই কুড়ুল দিয়ে কয়লা বোঝাই ট্রেনের দরজা ভেঙে ফেললেন শ্যাম। দেব আর যিশু ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্ত, ইধিকা পাল, স্নেহা বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখকে। এই ছবির পরিচালনা করেছেন সুজিত সরকার। তবে এই ছবির প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মসের পাশাপাশি রয়েছেন অভিনেতা দেবও। টিজারের একদম শেষের অংশে দেখা যায় কয়লা খনির শ্রমিকরা পোস্টার হাতে আন্দোলন করছেন। শ্যামকে ( দেব) বলতে শোনা যায় ,” আজ এই জমি খাদান হবে নয়ত শশ্মান”।
ট্রেলার নিয়ে উচ্ছসিত দর্শক
টিজার মুক্তির পর একেবারে উচ্ছ্বসিত দেবের অনুরাগীরা। ইউটিউবে টিজারের নীচে কমেন্ট বক্সে দেখা মিলল বহু কমেন্টের। বিভিন্ন ভক্তরা সেই কমেন্টের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন , “খাদান টিজার দেখে মনটা রোমাঞ্চিত হয়ে উঠল! গল্পে যে রহস্যের ছোঁয়া আছে, তা সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে হচ্ছে। অপেক্ষা করতে আর পারছি না!”। আবার কাউকে বলতে দেখা গেল ,”এত বছর এইরকম বাংলা মুভির আশায় ছিলাম। দেব দা তোমার কোনো তুলনা হবে না। আসাধারণ ট্রেলার।” প্রসঙ্গত চলতি বছরের ২০ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে “খাদান”।