আর জি কর কাণ্ডের পেরিয়ে গেছে এক মাস। তবে বিচার চাওয়ার আশায় এখনো মুখিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। থেমে যায়নি প্রতিবাদের ঝড় , দিকে দিকে চলছে আন্দোলন। সকলের মুখে একটাই স্বর ” বিচার চাই”। আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনে কর্মীরা সকলেই পা মিলিয়েছেন। এবার দরগায় তিলোত্তমার জন্য ন্যায়বিচার চেয়ে প্রার্থনা করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী।
আজমেরে প্রার্থনা করলেন শ্রাবন্তী-তনুশ্রী
শ্রাবন্তী এবং তনুশ্রী কিছুদিন আগে পাড়ি দিয়েছেন রাজস্থান। সম্ভবত কোনো শ্যুটিংয়ের কাজেই তাঁরা রাজস্থান গিয়েছেন। তবে কাজের মাঝে বিচার চেয়ে প্রার্থনা করতে ভুললেন না রাজস্থানের আজমেরে। সেখানেই নিজেদের মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন তাঁরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন দুই অভিনেত্রী। ওই পোস্টের ক্যাপশনে লিখলেন, “শান্তির জন্য প্রার্থনা, বিচারের জন্য প্রার্থনা”। কোনো ছবিতে শ্রাবন্তীকে দেখা গেল দরগায় সুতো বাঁধতে আবার কোনো ছবিতে দেখা গেল তিনি হাসি মুখে ফুলের ডালি হাতে ধরা দিয়েছেন তনুশ্রীর সঙ্গে।
নুসরতের মন্তব্য
এই পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী নুসরত জাহান নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখলেন, ” আমাকে ছাড়াই? বাবা আমাদের শান্তির সঙ্গে আশীর্বাদ প্রদান করুন”। তাঁর উত্তরে তনুশ্রী লিখলেন, ” হ্যাঁ, বিচারের জন্য প্রার্থনা করো”। শ্রাবন্তী রিপ্লাই দিয়ে জানালেন তিনি নুসরতকে ভীষণ মিস করছেন। টলিপাড়ার এই তিন নায়িকা যে একে অপরের দারুন বন্ধু সেই বিষয় কারোর অজানা নয়। যদিও তাঁদের এই রাজস্থানের আজমের দরগায় প্রার্থনার মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম শেয়ার করার পর ধেয়ে এসেছে নেটিজেনদের কটাক্ষ।