‘দেবদাস’-এ অভিনয় করেই মদ্যপান শুরু শাহরুখের, স্বীকার করলেন নিজেই……
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা “দেবদাস”। সিনেমাতে দেবদাসের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন “কিং খান” শাহরুখ। সঞ্জয় লীলা বানসালির পরিচালিত “দেবদাস” সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি আর আয় করেছিল ৯৯ কোটি ৮৮ লাখ । ওই বছর কান চলচ্চিত্র উৎসবেও দেবদাস দেখানো হয়। সিনেমাটিতে বাল্য-প্রেমিকা পার্বতীর সঙ্গে ছাড়াছাড়ি, তার অন্যত্র […]