চায়ের আড্ডায় দুজনার আলাপ, সঙ্গীনি বিনোদন জগতের নয়! শ্বাশতর জন্মদিনে খোলামেলা আড্ডায় মহুয়া!
উঠতি বয়সে সবে বসন্তের ছোঁয়া লেগেছিল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মনে। এক দিদির বাড়িতে চায়ের আড্ডায় প্রথম দেখা হয় জীবনসঙ্গিনীর সঙ্গে। তখন অবশ্য দুজনার কেউই জানতেন না, দিন গেলে তাঁরাই দুজন দুজনাকে মন দিয়ে বসবেন। একটু স্বাস্থ্যবতী মহুয়াকে প্রথমে রঙ্গ তামাশায় নাস্তানাবুদ করলেও পরে নিজেই আবার প্রেয়সীর ফোন নম্বর জোগাড় করে ভালোবাসার প্রথম পদক্ষেপ নেয়। অভিনেতা […]