বড়দিনে বড় চমক বাংলা সিনেমার ঝুলিতে! বাংলা ছবির মেলবন্ধনে খাদান থেকে সন্তানের প্রচারে সৃজিত!
বড়দিনে বাংলা সিনেমাতে থাকছে বড় চমক। একঝাঁক বাংলা ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বাংলার পরিচালকরা। বাংলা সিনেমায় এবার ঘটছে পরিচালকদের মেলবন্ধন। নিজের ছবি না হওয়া সত্ত্বেও একে অপরের সিনেমার পাশে রয়েছেন বাংলার পরিচালকরা। তারই এক বড় দৃষ্টান্ত স্থাপন করলেন পরিচালক সৃজিত মুখার্জি। এমনিতেই বাংলার নায়ক দেবের বেশ কাছের মানুষ পরিচালক সৃজিত। নায়ককে নিয়ে একসঙ্গে কাজ […]