ঘোষণা হল ‘দেবী চৌধুরানী’র মুক্তির দিন! জোট বেঁধে দস্যু দমনে তৎপর শ্রাবন্তী-প্রসেনজিৎ!
বাংলার মাটিতে নারীশক্তির অর্চনা করা হয় বরাবর। নারীকে মা রূপে পুজো করেন বাঙালি। কখনও মা লক্ষ্মীর মতো শান্ত হয়ে সন্তানের মনোবাসনা পূরন করেন, দেখভাল করেন আবার কখনও বা রনচণ্ডী রূপে দুষ্টের হাত থেকে রক্ষা করেন নিজের সন্তানদের। তবে সেযুগে দেবী চৌধুরানী একসঙ্গে দুইই করেছিলেন। গরীব দুঃখীদের কষ্ট দুর্দশা যেমন দূর করতেন তেমনিই অত্যাচারী ব্রিটিশ সরকার […]