এবারে খেলার মাঠের সঙ্গে জয় ঘোষণা হলো রুপালি পর্দারও! অস্ট্রেলিয়াতে রমরমিয়ে ব্যবসা করছে ‘ বহুরূপী ‘!
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের জয় ঘোষণা হয়েছে। পারথ টেস্ট ম্যাচে জয়ীর আসনে ভারতীয় ক্রিকেট দল। যা পরিস্থিতি তাতে রোহিত শর্মাকে ছাড়াই যে দল জিতবে তা বোঝাই যাচ্ছে। বলতে গেলে অস্ট্রেলিয়াকে তুরী মেরে হারিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির শতরানে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৫০০ রানেরও বেশি লিড নেয়। সবমিলিয়ে বলাই যায় একপ্রকার জয়ের দোরগোড়ায় […]