‘লভইয়াপ্পা’ দিয়ে বড় পর্দায় জুটি বাঁধছেন জুনেইদ খান ও খুশি কাপুর!রোম্যান্টিক কমেডি ছবির অপেক্ষায় দর্শকরা…..
বলিউডে নতুন তারকাদের নিয়ে সবসময়ই দর্শকদের কৌতূহল থাকে। এবার সেই কৌতূহল আরও বাড়িয়েছে আমির খানের ছেলে জুনেইদ খান এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের আসন্ন সিনেমা ‘লভইয়াপ্পা’। এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা, আর ছবি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। জুনেইদ খান ইতিমধ্যেই তাঁর প্রথম ছবি…. ‘মহারাজ’ দিয়ে বলিউডে পা রেখেছেন। প্রথম ছবিতেই তিনি দর্শকদের ভালোবাসা […]