‘দ্য সবরমতী রিপোর্ট’ ট্রেলার লঞ্চে বিক্রান্ত ম্যাসি ও রাশি খান্নার নতুন চ্যালেঞ্জ! জানেন কি ছিল গোধরা ঘটনার পেছনের সত্য ???
ভারতের ইতিহাসের একটি বেদনাদায়ক এবং চাঞ্চল্যকর ঘটনা, গোধরা ট্রেন পোড়ানো, এবার বড় পর্দায় তুলে ধরতে আসছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। এদিন ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন এই তিন অভিনেতা, এবং তারা তাদের ছবির নাম লেখা টি-শার্ট পরিধান করে আসেন। […]