ছোট্ট দুয়া দেখতে একেবারে দীপিকার মতো! তারকা সন্তান দুয়ার মুখ দেখালেন দীপিকা ও রণবীর….
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় জুটি। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান, কন্যা ‘দুয়া’। এতদিন নিজেদের মেয়েকে ক্যামেরার আড়ালে রাখলেও, সম্প্রতি তাঁরা এক বিশেষ উদ্যোগ নেন। মেয়ে দুয়ার মুখ দেখিয়ে পাপারাজ্জিদের অনুরোধ করলেন দীপিকা-রণবীর…. মুম্বইয়ের বাড়িতে কিছু জনপ্রিয় […]