দেবের প্রযোজিত ছবিতে ডাক না পাওয়ায় অরিত্রের আক্ষেপ! বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিবর্তন অরিত্র দত্ত বণিকের চোখে….
অরিত্র দত্ত বণিক, একদা বাংলার ছোটপর্দা ও সিনেমার জনপ্রিয় শিশুশিল্পী, আজকে বড় হয়েছেন এক সফল অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল খুবই কম বয়সে, ৩-৪ বছর বয়সে আবৃত্তি শুরু করেন মঞ্চে, যার ফলে নজর কাড়েন টেলিভিশন পরিচালক যিশু দাশগুপ্তের। তাঁর প্রতিভা দেখে, তাকে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘তিথির অতিথি’তে কাস্ট করা […]