কি কারণে বলিউডে কাজের সুযোগ ফিরিয়ে দিচ্ছেন পরান বন্দ্যোপাধ্যায় জানেন?
বাংলা চলচিত্রে প্রবীণ পরিচিত মুখ পরান বন্দ্যোপাধ্যায়(Paran Banerjee)।২০০১ সালে’দেখা’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতের সাথে পরিচিতি হয় তাঁর।’টনিক’, ‘প্রলয়’, ‘প্রধান’ এর মতো একধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।কয়েক বছর আগে হিন্দি সিনেমা ‘বব বিশ্বাস'(Bob Biswas)এ কালীদা চরিত্রে দেখা যায় পরান বন্দ্যোপাধ্যায়কে।তার পর থেকে শুরু হয় এই অভিনেতাকে নিয়ে বলিউডে চাপা কৌতূহল। হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেবার […]