আসতে চলেছে পর্ণশবরীর শাপ ২, কবে মুক্তি পাবে এই সিরিজ?
সিরিজপ্রেমীদের জন্য সুখবর। আসতে চলেছে পর্ণশবরীর শাপ ২। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় আবার দেখা যাবে নীরেন ভাদুড়ি অর্থাৎ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি সর্বত্র। তিলোত্তমার সুবিচারের আশায় রয়েছেন শহর থেকে গোটা দেশবাসী। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সকল সেলিব্রিটিরা। প্রতিটি প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে প্রতিবাদের পাশপাশি তিনি ফিরেছেন পরিচালনায়। […]