ইয়ামি গৌতমের ৩৫তম জন্মদিনে আদিত্য ধরের বিশেষ উপহার! ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন দম্পতি…..
বলিউড তারকা ইয়ামি গৌতম এবং তার স্বামী, ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধর, সম্প্রতি একটি মধুর পারিবারিক মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন ছুঁয়ে গেছেন। ইয়ামির ৩৫তম জন্মদিন উপলক্ষে, আদিত্য প্রথমবারের মতো তাদের ছেলে বেদাভিদের একটি ছবি প্রকাশ করেছেন। এটি তাদের অনুরাগীদের জন্য বিশেষভাবে আবেগঘন মুহূর্ত, কারণ দম্পতি সাধারণত তাদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখতেই পছন্দ করেন। […]