দুগ্গা দুগ্গা বলে র্যাম্প ওয়াক শুরু করেন সুস্মিতা!ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতা সেনের জাদু…
ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪-এ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন ডিজাইনার রাশি কাপুরের শোস্টপার হয়ে সকলের নজর কেড়েছেন। ফিল্মফেয়ারের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি ফ্যাশন শোয়ের অভিজ্ঞতা, পোশাক, এবং র্যাম্পে হাঁটার আগের তার বিশেষ রীতির কথা জানিয়েছেন। রাশি কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা… রাশি কাপুরের প্রথম ল্যাকমে ফ্যাশন উইক শোতে সুস্মিতা সেন শোস্টপার হয়েছেন। সুস্মিতা জানান, “আমি জানতাম […]