লাল জামা অথবা স্যানটা টুপি, লাল মোজায় রাখা উপহারের ঝুলি! ছেলে মেয়েদের নিয়ে বড়দিনের আনন্দে মাতলেন টলিপাড়া!
অসাম্প্রদায়িক দেশে কোনো উৎসব পালনেরই নিজস্ব গণ্ডি নেই। সেকারনেই বড়দিন মূলত ভারতীয় না হলেও, ভারতীয়রা এদিনটি বেশ আড়ম্বরের সঙ্গেই পালন করে। এদিনটি নিয়ে বড়দের চেয়েও বেশি উৎসুক আগ্রহী থাকে খুদেরা। স্যানটাক্লজের থেকে উপহার পাওয়া হোক আর বিভিন্ন আলোর রোশনাইয়ে ঝলমল করা চারিদিক দেখে ছোট্ট মনে ওঠে খুশির ঢেউ। এবারে টলিপাড়ার স্টার কিডদের বড়দিন কেমন কাটলো? […]