অক্ষয় কুমার ফিরছেন হরর-কমেডি ঘরানায়! প্রিয়দর্শনের পরিচালনায় তাহলে এবার নতুন সিনেমা ঘোষণা..
অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন আবার একসঙ্গে কাজ করতে চলেছেন একটি নতুন হরর-কমেডি সিনেমায়, যার নাম ‘ভূত বাংলো’।ছবিটি মুক্তি পাবে ২ এপ্রিল ২০২৬ তারিখে। এটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের বহু প্রতীক্ষিত আরেকটি সহযোগিতা, যারা এর আগে ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’, এবং ‘গরম মসালা’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি এই ছবির একটি নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। […]