ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী থেকে বড়পর্দায় পাড়ি! সেরার শিরোপা জিতে বুম্বাদার হাত থেকে পুরস্কার জিতলেন সৌমীতৃষা!
মনোহরা নেবে মনোহরা! জি বাংলার পর্দায় মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সৌমীতৃষা কুন্ডু। যদিও তাঁর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সবথেকে বেশি দর্শকের ভালোবাসা পেয়ে জনপ্রিয় হয়েছেন মিঠাই ধারাবাহিকের মাধ্যমেই। ছোট পর্দা থেকে শুরু হওয়া এই সফরের গাড়ি এখন রমরমিয়ে চলছে। বাঙালি দর্শক তাঁকে চেনে ‘মিঠাই’ নামে। ছোটপর্দার খ্যাত […]