মুক্তির আগেই ব্লকবাস্টার বাংলাদেশের শাকিবের সিনেমা ! শুক্রবার ২২ টি দেশে মুক্তি পেয়েছে দরদ !
টেলিভিশন নাটকের দিক থেকে বরাবরই ভারতের থেকে নাম এগিয়ে আছে বাংলাদেশের । সিনেমা জগতে সে তুলনায় খুব একটা নাম নেই বলেই শোনা যায়। তবে প্রচলিত সেই ভাবধারা এবার ভাঙল। মোটেই পিছিয়ে নেই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। এর আগেও বেশ কয়েকটি বাংলাদেশি সিনেমা নাম কিনেছে বক্স অফিসে। নিজের দেশের পাশাপাশি এপার বাংলাতেও বেশ জনপ্রিয় হয়েছিল সেসব সিনেমা। […]