সাম্যের গান গাইতে পারলেই আসবে পুরুষ দিবসের সার্থকতা! নেটিজেনদের উদ্দ্যেশ্যে বিশেষ বার্তা করণের!
সোশ্যাল মিডিয়ার যুগ না হলে আজ কেউ জানতেই পারতো না পুরুষ দিবস বা বাবা দিবসের কথা। এইদিক থেকে পুরুষেরা সব সময়েই একটু নগন্য অথচ কাজি নজরুল ইসলাম বলেছিলেন ‘গাহি সাম্যের গান’। পৃথিবীতে যা সমস্ত মহৎ কাজ হয়েছে তা নারী পুরুষ উভয়ের দ্বারাই হয়েছে। অথচ এই সমাজ কৃতিত্ব শুধু নারী কেই দিয়ে যায়। এসব সময় সত্যিই […]