আমার অভিনয় বিকাও হতে পারে, তবে ভুল করেও আমায় কিনতে আসবেন না…’, দৃঢ় কন্ঠে বললেন ‘বিনোদিনী’ রুক্মিণী
‘বিনোদিনী,একটি নটীর উপাখ্যান’ সিনেমাটি বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র বিনোদিনী দাসীর জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত। ১৮৫৭ সালে জন্ম নেওয়া বিনোদিনী, যাকে ‘নটি বিনোদিনী’ হিসেবেও সম্বোধন করা হয়, তিনি বাংলা থিয়েটারের একজন পথিকৃৎ হিসেবে আজও পরিচিত। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, যিনি প্রথমবার এই ঐতিহাসিক চরিত্রে সকলের সামনে […]