অপূর্বর সঙ্গে তুলনা বলিউড বাদশার! শাহরুখের কোন গুন অভিনেতার মধ্যে আছে বলে জানালেন প্রতিম?
বড়দিনে টলিউড একইসঙ্গে মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি। দেব অভিনীত-প্রযোজিত ‘খাদান’ বা রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ সিনেমার প্রচার হয়েছে রমরমিয়ে। ‘খাদান’ সিনেমার প্রচার তো পুরো বাংলা জুড়ে হয়েছে। র্যাপ করে সিনেমার প্রচার করেছেন রাজ। সঙ্গে ছিল স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে বাকি দুটো সিনেমা প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ও মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় […]