দেবের জন্মদিনে ‘খাদান’-এর সাফল্যের সেলিব্রেশন: নতুন ভূমিকায় সুপারস্টার….
টলিউড সুপারস্টার দেবের জন্মদিন এবার আরও বেশি আনন্দময় হয়ে উঠেছে। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি “খাদান” ইতিমধ্যেই দর্শকদের মনে ঝড় তুলেছে। চার দিনে এই ছবির ব্যবসা ছাড়িয়েছে চার কোটি টাকা। শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, দেব এবার ছবির প্রযোজক এবং সৃজনশীল পরিচালক হিসেবেও নজির গড়েছেন। জন্মদিন স্পেশাল ভিডিও… দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স: তাঁর জন্মদিন […]