২০২৪ সালের শুরুর দিকে ঘোষণা করা হয় ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত আসন্ন ছবি ‘ সানি সংস্কারি কী তুলসী কুমারী ‘ – র কথা। প্রযোজক করণ জোহর এবং এই আসন্ন ছবির কলাকুশলীরা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ছবি আসার কথা জানিয়েছিলেন দর্শকদের।
আসছে ‘ সানি সংস্কারি কী তুলসী কুমারী’
এই ছবিতে মূল দুই চরিত্র অর্থাৎ সানি সংস্কারি এবং তুলসী কুমারীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরকে। এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান। যিনি এই ছবির পরিচালকও। এই সিনেমার হাত ধরে তৃতীয়বার জুটি বাঁধতে চলেছেন বরুণ এবং শশাঙ্ক। এর আগে এই জুটি ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘ হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। শশাঙ্ক খৈতানের ‘ দুলহানিয়া ‘ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি হতে চলেছে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’। তবে এই ফ্রাঞ্চাইজির আগের দুটি ছবিতে বরুণের সঙ্গে স্ক্রীন শেয়ার করেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে আসন্ন এই ছবিতে তাঁর বদলে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে।
জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ানকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল ‘ বাওয়াল ‘ ছবিতে। যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ছবিটির পরিচালনা করেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ ছবির শ্যুটিং।
শ্যুটিংয়ের ফাঁকের মজার মুহূর্ত
এই ছবির কলাকুশলীরা প্রায়ই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্যুটিংয়ের ফাঁকে নিজেদের মজার মুহূর্ত শেয়ার করেন অনুরাগী এবং দর্শকদের সঙ্গে। এই ছবিতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর ছাড়াও অভিনয় করতে দেখা যাবে মণীশ পল, সানিয়া মালহোত্রা, রোহিত শরফ প্রভৃতি অভিনেতা এবং অভিনেত্রীদের। কিছুদিন আগেই বরুণ ধাওয়ান নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ছবির শ্যুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে কাটানো মজার মুহূর্তের ছবি। অভিনেতার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে ছবির বাকি শিল্পীরা, প্রাতরাশ সারতে ব্যস্ত। ছবির ক্যাপশনে বরুণ লেখেন , ‘ ব্রেকফাস্ট ক্লাব ‘।
অন্যদিকে এই ছবির আরেক অভিনেতা রোহিত শরফ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন শ্যুটিংয়ের নেপথ্যের আরেকটি মোমেন্ট। সেখানে দেখা যায় জাহ্নবী কাপুর রোহিতের জন্য ব্যস্ত পাস্তা রান্না করতে।
শেষ উদায়পুরের শ্যুটিং
এই মুহূর্তে আসন্ন এই ছবির শ্যুটিং চলছিল উদয়পুরে। সম্প্রতি ছবির অভিনেতা এবং অভিনেত্রীরা শেষ করেছেন উদয়পুরের সিডিউলের শ্যুটিং। অভিনেতা মণীশ পল বাকি কলাকুশলীদের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের ক্যাপশনের মাধ্যমে মণীশ পল জানিয়ে দেন উদয়পুরের শ্যুটিং শেষ করেছেন ছবির গোটা টিম।
প্রসঙ্গত, ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ ছবি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১৮ এপ্রিল।