বলিউডের একজন আইকনিক দিভা ছিলেন শ্রীদেবী।অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যে তিনি বার বার উঠে এসেছেন খবরের শিরোনামে।শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন শ্রীদেবী।দক্ষিণ ভারতীয় এক সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন।অভিনয়ের প্রতি প্রবল দক্ষতা থাকার কারণে দ্রুত খ্যাতি অর্জন করেন তিনি। মিস্টার ইন্ডিয়ান, লামহে এবং ইংলিশ ভিংলিশের মতো জনপ্রিয় সিনেমা গুলির মাধ্যমে বলিউডে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে ওঠেন শ্রীদেবী। স্বামী বনি কাপুরের বহু সুপারহিট সিনেমার নায়িকা ছিলেন শ্রীদেবী।
শ্রীদেবী-বনি কাপুর, প্রথম দেখায় প্রেম
১৯৮৪তে ‘মিষ্টার ইন্ডিয়া’ সিনেমার জন্য শ্রীদেবীর কাছে স্বাক্ষর করাতে যান বনি কাপুর।সেখানে প্রথম দেখাতেই শ্রীদেবীর প্রেমে পড়ে যান তিনি।তারপর সম্পর্কের অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে ১৯৯৬ সালে গাঁটছড়া বাঁধেন এই সেলিব্রিটি দম্পতি।মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা।শ্রীদেবী ও বনি কাপুরের দুটি মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কপুর। ২০১৮ সালে পারিবারিক এক অনুষ্ঠানে হঠাৎ করে মারা যান শ্রীদেবী।মৃত্যুর আগে স্বামী বনি কাপুরের সাথে সুন্দর সম্পর্ক ছিল অভিনেত্রীর।তাসত্ত্বেও টানা তিন মাস স্বামী বনি কাপুরের সাথে কথা বলেননি শ্রীদেবী।
কেন কথা বলেননি শ্রীদেবী
এক সাক্ষাৎকারে শ্রীদেবী প্রকাশ করেন এই কথা না বলার কারণ।২০১৭ সালে বনি কাপুরের প্রযোজনায় ‘মম’ সিনেমায় কাজ করেন অভিনেত্রী।এই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করার কারণে এই সিদ্ধান্ত।সিনেমাটি প্রকাশের সময় শ্রীদেবী জানান তিন মাস তিনি বনি কাপুরের সঙ্গে স্বামী হিসেবে কথা বলেননি।এই তিন মাস শ্রীদেবী বনি কাপুরকে শুধুমাত্র শুভ সকাল ও শুভ রাত্রি বলতেন।এটাই ছিল তাঁদের মধ্যে একমাত্র কথোপকথন। শ্রীদেবী এখানে একজন পরিচালকের অভিনেতা হয়েই থাকতে চেয়েছেন।এই সিনেমাতে শ্রীদেবী বনি কাপুরের দৃষ্টি ভঙ্গিকে সম্পূর্ণভাবে অনুসরণ করতে চেয়েছেন। যার ফলে ‘মম’ সিনেমা পৌঁছেছিল সাফল্যের শীর্ষে।
শ্রীদেবীর হঠাৎ মৃত্যুতে বলিউডে নেমে আসে শোকের ছায়া।তাঁর মৃত্যুটি ছিল অপ্রত্যাশিত।তিনি দুবাইতে গিয়েছিলেন একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করার জন্য।সেখানেই তিনি মারা যান। শ্রীদেবীর এইরকম মৃত্যু নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন বনি কাপুর।মূলত নিম্ন রক্তচাপের কারণে ব্ল্যাকআউট হয়ে গিয়েই এই দুঘটনা ঘটে বলে জানান ডাক্তার।বনি কাপুর বলেন শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর মননে ও চিন্তা ভাবনায় সারাক্ষণ শ্রীদেবী রয়েছেন।