করোনাকালে অসহায়ের ত্রাতা ছিলেন অভিনেতা সোনু সুদ। পর্দায় বেশিরভাগ খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, আসল জীবনে তিনি ছিলেন সত্যিকারের হিরো। যানবাহন ব্যবস্থা সব যখন বন্ধ সেসময় দায়িত্ব নিয়ে অসহায় ঘরছাড়া সকল মানুষদের ঘরে পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। খাওয়া দাওয়া থেকে দরকারী সমস্ত কিছুরই দায়িত্ব নিয়েছিলেন সেসময়।
মহামারীর সময় সর্বহারা সকল মানুষদের কাছে আশার আলো হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। অভিনয় দক্ষতায় তিনি বহু আগেই দর্শকের মন জিতেছেন ঠিক, তবে তাঁর আচরণ ও স্বভাবের জন্য তিনি অনুরাগীদের কাছে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন। আগামী বছর ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিনেমা ‘ফতেহ্’।
শ্বশুর মশাইয়ের সঙ্গে তুলনা করলেন সোনুকে! কি কথা হয়েছিল ঐশ্বর্য-সোনুর?
নতুন সিনেমার আগে সম্প্রতি, এক সাক্ষাৎকারে সোনু সুদ বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবার নিয়ে কথা বলেন। ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সোনু বলেন, যখন তিনি ‘যোধা আকবর’ সিনেমার শুটিং করেছিলেন তখন রাই সুন্দরীর সঙ্গে নানা বিষয়ে কথা হত সোনুর। তখন বিশ্বসুন্দরী নাকি সোনুর কথা থামিয়ে দিয়ে বলেন, সোনুকে নাকি পুরোপুরি তাঁর ‘পা’র মতো। অর্থাৎ রাই সুন্দরী অমিতাভ বচ্চনের প্রতিচ্ছবি সে সোনুর মধ্যে দেখে। ঐশ্বর্য-সোনুকে আরো বলেছিলেন, সোনু নাকি তাঁর ‘পা’র মতোই খুব ধৈর্যশীল এবং পরিবারের সকলের খেয়াল রাখতে জানেন।
বচ্চন পরিবারের বাকিদের কথা উঠলে, সোনু আরও যোগ করেন, তিনি অভিষেক বচ্চনের সঙ্গে ‘যুবা’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও সোনুর বেশ ভালো। এছাড়াও বিগ নি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বুড্ডা হোগা তেরা বাপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সোনু। তাই বচ্চন পরিবারের অনেকেই ছিলেন সোনুর সহকর্মী। সোনু বলেছেন, বচ্চন পরিবারের প্রত্যেকেই খুব ভাল মানুষ।
গুঞ্জনকে মিথ্যে করে কাছাকাছি ঐশ্বর্য-অভিষেক!
এদিকে, বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে। ঐশ্বর্যর নাম থেকে বচ্চন পদবি সরানোর পর গুঞ্জন আরও জোরালো হয়। অভিষেক বচ্চনের বিরুদ্ধে আঙুল ওঠে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর। তাঁর সঙ্গে নাম জড়িয়ে যায় সহঅভিনেত্রী নিমরত কৌরের৷ মেয়ে আরাধ্যাকে নিয়ে বেশ অনেকদিন ধরেই বচ্চন পরিবারের থেকে আলাদা থাকেন রাই সুন্দরী। তবে তারকা দম্পতির কেউই এই বিষয়ে মুখ খোলেননি। অনেকেই ধারণা করেছিলেন জুনিয়র বচ্চনের সঙ্গে রাইসুন্দরীর বিচ্ছেদের কারণ পারিবারিক সম্পত্তি। তবে এবার সেসব গুজব এক নিমেষে শেষ করে দিয়েছেন তারকা জুটি।
স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিয়ো। একটি পারিবারিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে অভিষেক-ঐশ্বর্যকে। দুজনেই বেশ খোশমেজাজে ছিলেন। সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীর মা বৃন্দা রাইকেও। হাসিখুশি এই ছবি দেখে বোঝার উপায় নেই যে তাঁদের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়েছে৷ এরপর মেয়ের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও দুজন ভালোবাসায় ভরা মুহূর্ত তুলে ধরেছেন। রং মিলান্তী পোশাকে ধরা দিয়েছিলেন তারকা দম্পতি। সেলফি নিতে দেখা যায় দুজনকে। নাতনির এই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চনও।