ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার—দুই বলিষ্ঠ অভিনেতা, যাঁদের একসঙ্গে স্ক্রিনে দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁরা ফিরছেন এক ছবিতে। খবরটি ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে টলিপাড়ায়।
শোনা যাচ্ছে, প্রতিম ডি গুপ্তর পরিচালনায় এক নতুন ছবিতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার টলিউডের এমন দুজন তারকা, যাঁদের অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৩ সালে ‘ফড়িং’ সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাঁদের। এরপর মৈনাক ভৌমিকের ‘বিবাহ ডায়েরিজ’-এ তাঁদের অনস্ক্রিন রসায়ন ব্যাপক প্রশংসিত হয়। যদিও এই জুটিকে নিয়ে টলিউডে খুব বেশি কাজ হয়নি।
২০২২ সালে অভিনন্দন দত্ত পরিচালিত ‘অনন্ত’ ছবিতেও তাঁদের দেখা গিয়েছিল। তবে সেখানেও স্ক্রিন শেয়ার করার সুযোগ খুব বেশি ছিল না। এবার শোনা যাচ্ছে, প্রতিম ডি গুপ্তর নতুন ছবিতে তাঁদের সম্পর্ক আরও গভীরভাবে ফুটে উঠবে।
ছবির গল্প এবং শুটিং পরিকল্পনা..
এই নতুন ছবির গল্প মূলত বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে। একজন নারীর আগমন ঘিরে যে ঘটনাগুলো ঘটবে, তা নিয়েই এগোবে ছবির কাহিনি।
খবর অনুযায়ী, ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে বাবার চরিত্রে। প্রতিম ডি গুপ্তর ছবি বরাবরই সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোকে তুলে ধরে। তাই আশা করা যায়, এই ছবিতেও সেই সূক্ষ্মতা থাকবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা। প্রতিম ডি গুপ্তর পরিচালনায় এটি হবে সোহিনী সরকারের প্রথম ছবি। তবে ঋত্বিক এর আগে প্রতিমের চারটি ছবিতে কাজ করেছেন—‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’, এবং ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’।
প্রতিম ডি গুপ্তর কাজের ধারা…
প্রতিম ডি গুপ্ত টলিউডে এমন একজন পরিচালক, যাঁর কাজের ধারা বরাবরই অন্যরকম। সম্পর্কের জটিল দিকগুলো তাঁর ছবিতে ভিন্ন আঙ্গিকে উঠে আসে। সম্প্রতি তাঁর ছবি ‘চালচিত্র’ মুক্তি পেয়েছে, যা দর্শকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। নতুন এই ছবিতে কী চমক অপেক্ষা করছে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।
টলিউডে নতুন জুটির আশা…
ঋত্বিক-সোহিনীর জুটি নিয়ে এখনও তেমন পরীক্ষা-নিরীক্ষা হয়নি। তবে তাঁদের অনস্ক্রিন উপস্থিতি বরাবরই প্রশংসিত। এই নতুন ছবিটি তাঁদের জুটির জন্য একটি বড় সুযোগ হতে পারে। দর্শকরাও তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে এই নতুন ছবিটি টলিউডে নতুন রকমের এক অনুভূতি যোগ করবে বলেই আশা করা যায়। প্রতিম ডি গুপ্তর সূক্ষ্ম চিত্রনাট্য, ঋত্বিক চক্রবর্তীর গভীর অভিনয় এবং সোহিনী সরকারের মাধুর্য এই ছবিকে দর্শকদের কাছে একটি বিশেষ অভিজ্ঞতা করে তুলতে পারে।
নতুন বছরের শুরুতেই এই ছবির শুটিং শুরু হবে। এখন শুধু অপেক্ষা, ঋত্বিক-সোহিনীর এই ছবি কবে পর্দায় আসবে এবং দর্শকদের কতটা মুগ্ধ করবে।