পুজোর বাকি আর মাত্র কদিন। আর দুর্গাপুজো মানেই হইহুল্লোড়,গান-বাজনা,গল্প-আড্ডা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। আর তার সঙ্গে পুজোর নতুন গান। প্রত্যেক বছরের পুজোই এটা ছাড়া অসম্পূর্ণ। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। আগে পুজোর সময় মানুষ অপেক্ষা করে থাকতেন তাঁদের প্রিয় শিল্পীর গানের ক্যাসেট বা সিডি অ্যালবাম কবে বেড়োবে। কালের নিয়মে বদলে যুগ, বদলেছে। তবে সেই উন্মাদনার রেশ কমেনি এতটুকু। প্রতি বছরের মতো এবারেও পুজোর উপহার হিসেবে দর্শকদের জন্য নতুন গান নিয়ে এলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।
কি গান গাইলেন অনুপম রায়
সম্প্রতি অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে অনুপম রায়-এর নতুন গান “পুজো পুজো গন্ধ”। অনেকেই আছেন যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন। ইচ্ছে করলেও কলকাতার পুজোতে সামিল হতে পারেন না। আবার অনেকেই সারা বছরে সব কর্মব্যস্ততা ভুলে পুজোর এই কটা দিন পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
এই গানের মধ্যে দিয়ে উঠে এসেছে চার বন্ধুর গল্প। প্রায় ৮ বছর পর আবার পুজো একসঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন তারা। হইহুল্লোড়, ধুনুচি নাচ, গানের তালে মেতে উঠেছেন তারা। এক মিষ্টি বন্ধুত্ব ও প্রেমের আবরণে ঘেরা রয়েছে অনুপম রায় এর নতুন গান।
কোন তারকারা আছেন অনুপম রায় -এর পুজার গানে
ইতিমধ্যেই ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে স্থান পেয়েছে এই গান। অভিনেতা রণজয় বিষ্ণু, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চট্টোপাধ্যায় এবং উসষী কে অভিনয় করতে দেখা গিয়েছে এখানে। গান প্রকাশ্যে আসা মাত্রই উচ্ছ্বসিত সকল অনুরাগীরা।
চলতি বছর পুজোয় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত “বহুরূপী”। সেই ছবিতেও অনুপম রায় এর কণ্ঠে গান শুনতে পাবেন অনুরাগীরা।