সেলিব্রিটিদের দুনিয়ায় এক গসিপ যায় তো অন্য গসিপ আসে। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চা করা হচ্ছে। কখনো জুনিয়র বচ্চনের সঙ্গে তাঁর ঘর ভাঙ্গার কথা মিথ্যে প্রমাণিত হয় আবার কখনো সামনে আসে এমন চাঞ্চল্যকর কিছু তথ্য যেখানে সত্যি বুঝতে আর সময় লাগে না নেটিজেনদের।
বিগ বি অমিতাভ বচ্চনের কথা, বচ্চন পরিবারের কাছের মানুষের কথা অথবা মেয়ের জন্য স্ত্রীকে ধন্যবাদ জানানো অভিষেক বচ্চনের স্বীকারোক্তি সব মিলিয়ে ঐশ্বর্য-অভিষেক দম্পতির বিচ্ছেদ না হওয়ার কথাই আশঙ্কা করা যাচ্ছিল। তবে এর মধ্যেই ঘটলো দুটি কান্ড। আর সেই দুই কান্ড নিয়েই আবারো সরগরম নেটপাড়া। রাই সুন্দরী আবারো উঠে এলেন চর্চায়।
ঐশ্বর্যকে নিয়ে কি বললেন তাঁর ভাইয়ের বউ শ্রীমা?
তবে এবারে একা ঐশ্বর্য নয়, চর্চায় এসেছেন তাঁর ভাইয়ের বউ শ্রীমা রাই। ঐশ্বর্যার বিরুদ্ধে সমাজমাধ্যমে তোপ ভাইয়ের বৌ শ্রীমার। সম্প্রতি, শ্রীমা তাঁদের পারিবারিক একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে তিনি, স্বামী আদিত্য রাই, আর শাশুড়ি বৃন্দা রাই রয়েছেন। আর রয়েছে তাঁদের দুই সন্তান।
শ্রীমার ভাগ করে নেওয়া ছবিতে কোথাও ঐশ্বর্যা বা তাঁর কন্যা আরাধ্যা বচ্চন নেই। অথচ, তাঁরা এখন বৃন্দার কাছেই থাকেন।এই পোস্ট দেখে বিশ্বসুন্দরীর অনুরাগীরা সমাজমাধ্যমে সরব। তিনিও কি ঐশ্বর্যকে ব্রাত্য করেছেন? এমনকি শ্রীমার জন্মদিনের কোনো ছবিতেই দেখা যায় নি ঐশ্বর্য বা আরাধ্যাকে।
অনেকে প্রশ্ন করেছেন শ্রীমা কেনো আরাধ্যাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান নি? মন্তব্য বিভাগে এরকম আরও প্রশ্ন করেন অনুরাগীরা। শ্রীমাও লাইমলাইটে আসার এই সুযোগ হারাননি। তিনি লিখিতভাবে মন্তব্যের জবাব দিয়েছেন, “আপনারা ঐশ্বর্যর সমাজমাধ্যমের পাতায় গিয়ে দেখুন। সেখানে শুধুই তিনি এবং তাঁর মেয়ের ছবি। কোথাও আমাদের ছবি ভাগ করে নিতে দেখেছেন?”
শ্রীমার এই উত্তর যেন আগুনে ঘি ঢেলেছে। ঐশ্বর্যার অনুরাগীরা রীতিমতো তাঁকে কটাক্ষে বিঁধেছেন। তাঁদের পাল্টা দাবি, ঐশ্বর্য আগে একাধিক বার পারিবারিক ছবিতে আদিত্য-শ্রীমার ছবি ভাগ করে নিয়েছেন। তিনি ছবি ভাগ করে না নিলে কে জানতে পারত, তিনি ঐশ্বর্যর ভাইয়ের বৌ?
সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন অভিনেত্রীর ভাইয়ের বৌ শ্রীমা। এ বার কি তবে ঐশ্বর্যর বিরুদ্ধে গেলেন তাঁর ভাইয়ের বৌ-ও? মঙ্গলবার সকাল থেকে শ্রীমা রাইয়ের ভাইরাল হওয়া একটি পোস্ট ও সেখানকার মন্তব্য কিন্তু সে দিকেই ইঙ্গিত করছে।
শ্রীমাকে ফুল পাঠালেন শ্বেতা বচ্চন!
এদিকে এক কান্ড চলতে চলতেই আরেক কান্ড ঘটলো। সবমিলিয়ে বলিপাড়ায় এই নিয়ে গসিপের মাত্রা দ্বিগুণ। আচমকাই ঐশ্বর্যর ননদ শ্বেতা নন্দা বচ্চন ফুলের তোড়া পাঠিয়েছেন শ্রীমাকে। এদিকে ঐশ্বর্যর শ্বশুরবাড়ি ছাড়ার পেছনে যে সবথেকে বড় কারন তাঁর ননদ শ্বেতা সেকথা সকলেরই জানা। তবে কি ননদ আর ভাইবৌ দুইয়ে মিলে দল ভারী করছেন ঐশ্বর্যর বিরুদ্ধে?
বিশ্বসুন্দরীর ভাইয়ের বৌ কিন্তু এবারেও চর্চায় আসার সুযোগ হারাননি। শ্বেতার থেকে ফুল পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তিনি ফুলের তোড়ার ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। শ্বেতাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ফুলের তোড়া পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ।” সেই পোস্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, তা হলে ব্যবধান মুছে যাচ্ছে। ফের এক হওয়ার পথে বচ্চন আর রাই পরিবার?
জানা গেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর মা বৃন্দা রাইয়ের জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া পাঠিয়েছেন শ্বেতা। অনেকে আবার বলছেন কিছুদিন আগে শ্রীমার জন্মদিন উপলক্ষেই এই ফুলের তোড়া পাঠিয়েছিলেন শ্বেতা। তবে ঘটনা যাই হোক, এভাবে বচ্চন ও রাইদের দূরত্ব মিটে ঐশ্বর্য অভিষেক জুটি অটুট থাকুক এটাই চাওয়া সকলের।