কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা “দেবদাস”। সিনেমাতে দেবদাসের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন “কিং খান” শাহরুখ। সঞ্জয় লীলা বানসালির পরিচালিত “দেবদাস” সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি আর আয় করেছিল ৯৯ কোটি ৮৮ লাখ । ওই বছর কান চলচ্চিত্র উৎসবেও দেবদাস দেখানো হয়।
সিনেমাটিতে বাল্য-প্রেমিকা পার্বতীর সঙ্গে ছাড়াছাড়ি, তার অন্যত্র বিয়ে, পরিবারের থেকে পাওয়া আঘাত,ছেলেবেলার অপ্রাপ্তি এই সবই পরবর্তীতে দেবদাসকে মদ্যপ ব্যক্তিতে পরিণত করে। ছবিতে অভিনয় করার জন্য মেথড অ্যাক্টিংয়ের উপরই ভরসা রেখেছিলেন শাহরুখ। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল তার অভিনয়।
কীভাবে হয়েছিল দেবদাস এর শ্যুটিং
প্রতিবেদন সূত্রে খবর, দেবদাসের চরিত্রে অভিনয় করার জন্য শাহরুখকে বাস্তবে মদ খেতে হয়েছিল। সাধারণত, শুটিংয়ে মদ্যপ চরিত্রের জন্য অভিনেতাকে যে সব সময়ই তা পান করতে হবে, এমনটা অনেক ক্ষেত্রেই ঘটে না। মদের বোতলে অনেকটা পরিমাণ জলে কয়েক ছিপি নরম পানীয় ঢেলে তৈরি করা হয় সিকোয়েন্স। তবে “দেবদাস”-এ শাহরুখের বেলায় তা ঘটেনি। তিনি সত্যিই মদ খেয়ে শুটিং করেছিলেন। তিনি বলেছেন, “পেশাগত দিক থেকে মদ্যপান আমাকে বিপুল সাফল্য এনে দিয়েছে ঠিকই। তবে ব্যক্তিজীবনে শরীরে কুপ্রভাবও ফেলেছে। এই ছবি করার পরই মদ্যপান করতে শুরু করেছিলাম।”
কেবল শাহরুখ খান নন, অতীতে দিলীপ কুমারও দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৫৫ সালে মুক্তি পায় সেই ছবি। অনেকে মনে করেন, শাহরুখের পারফরম্যান্স নাকি দিলীপকেও ছাপিয়ে গিয়েছে।
শাহরুখ বলেন, ‘আমি চাইনি দর্শক এ চরিত্রকে ভালোবাসুক। তাকে ঘৃণা করুক, এটাও চাইনি। প্রত্যেক প্রেমিকার থেকে পালিয়ে বেড়ানো এই মদ্যপ চরিত্রকে কেউ পছন্দ করুক, সে চেষ্টাও করিনি। আমি এ চরিত্রকে অনেকটা রহস্যময় রেখেছিলাম।’
সব প্লাটফর্মেই দেবদাস চরিত্রে শাহরুখের অভিনয় প্রশংসিত হয়। জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান। লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্প্রতি দেবদাস নিয়ে নতুন তথ্য জানালেন বলিউড বাদশা। এ সিনেমা শুধু তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনেনি, একটি খারাপ অভ্যাসেও জড়িয়ে পড়েছিলেন দেবদাসের কারণে। দেবদাস চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন
শাহরুখ খানের পরবর্তী ছবি কী?
সুজয় ঘোষের ছবি “কিং”-এ অভিনয় করছেন শাহরুখ খান। এটি একটি ক্রাইম ড্রামা। ছবিটি শাহরুখ-কন্যা সুহানা খানের প্রথম বলিউড বিগস্ক্রিন ছবি। কিং খান নিজেই প্রযোজনা করছেন ছবির। ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে।