Bollywood

বলিউডের অন্যতম সুপারস্টার শাহরুখ খান, কিন্তু একজন স্টার হিসেবে কোন জিনিসটি উপভোগ করেন তিনি? জানালেন নিজেই| bolly actor

কিং খান এই নামটা বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ‘ দিওয়ানা ‘ ছবির হাত ধরে শাহরুখ খান পা রাখেন হিন্দি চলচ্চিত্র জগতে। প্রত্যেকটি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেতা। কখনো তিনি অজয় শর্মা আবার কখনো তিনি বিক্রম রাঠোর, শাহরুখ খানের অভিনীত প্রত্যেকটি চরিত্র আলাদাভাবে দাগ কেটেছে দর্শকদের মনে। ‘ বাজিগর’ , ‘ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ‘, ‘ মাই নেম ইজ খান, ‘ জওয়ান ‘ ইত্যাদি সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন তাঁর ভক্তদের।

শাহরুখ খানের এক দশক

দেখতে দেখতে চলচ্চিত্র জগতে শাহরুখ খান কাটিয়ে ফেলেছেন এক দশক। তবে ৬০ – এর দোরগোড়ায় এসেও একটুও কমেনি অভিনেতার স্টারডাম। আজও বড় পর্দায় দর্শকরা তাকে এক ঝলক দেখলেই সিটির বোল ওঠে সিনেমাহলে। নিজের অভিনয় জীবনে তিনি দর্শকদের এতো ভালোবাসা পেয়েছেন। বর্তমানে শাহরুখ খান বলিউডের অন্যতম সুপারস্টার। কিন্তু অভিনেতার কাছে একজন সুপারস্টার হওয়ার সবচেয়ে ভালো জিনিস কোনটি? এই প্রশ্নের উত্তর তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে জানালেন নিজেই।

কি বললেন বাদশা?

শাহরুখ খানের মতে তিনি যখন মানুষের মুখে হাসি দেখেন সেটাই তাঁর কাছে অনেক বড় পাওয়া। তিনি বলেন, তাঁর মনে হয় যখন তিনি মঞ্চে আসেন তখনই মানুষদের মুখে হাসি ফুটে ওঠে, হয়তো এই ব্যাপারে তিনি ভুলও হতে পারেন কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি তিনি অনুভব করতে পারেন। এছাড়া তিনি এটাও জানিয়েছেন যে তিনি যখন বাইরে যান তখন মানুষ তাঁর দিকে তাকিয়ে থাকে অথবা তিনি তাঁর গাড়ি নিয়ে যখন কোথাও যান মানুষজন তাঁকে দেখে উচ্ছ্বসিত হন। এই পুরো বিষয়টা তিনি বেশ উপভোগ করেন বলেই জানান অভিনেতা।

শাহরুখ খান আরও বললেন

ওই প্রশ্নের উত্তরে তিনি একই সঙ্গে আরও যোগ করেছেন যে একজন সুপারস্টার হিসেবে যখন তাঁর সাথে ভালো আচরণ করা হয় তখন তিনি বেশ আনন্দিত হন। তবে সব জায়গায় যে তিনি সুপারস্টার হিসেবে আলাদা ট্রিটমেন্ট পাবেন এমনটা নয়। উদাহরণস্বরূপ হিসেবে তিনি বলেছেন মুম্বই বিমানবন্দরের মত ইমিগ্রেশন কাউন্টারের কথা। তিনি বললেন, নিজের দেশেই একমাত্র তিনি একজন সুপারস্টার হিসেবে বাড়তি সুযোগসুবিধা পাবেন।

প্রসঙ্গত, শেষবার কিং খানকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ ডাঙ্কি ‘ ছবির মাধ্যমে। এরপর তাকে দেখা যাবে সুজয় ঘোষের ‘ কিং ‘ ছবিতে যার হাত ধরে বড় পর্দায় ডেবিউ হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার। যদিও তাকে এর আগে দেখা গেছে জোয়া আখতারের ‘আর্চিস ‘ ছবিতে।

Avatar

Indrani

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Xplorent Media, where every click brings the colourful worlds of Bollywood and Tollywood  to life. 

Our Company

Get Latest Updates and big deals

    Come along and discover the wonders of television, films, and celebrity culture like never before!

    Xplorent Media @2024. All Rights Reserved.