সমস্ত বলিউড প্রেমী ও কমেডি লাভারদের জন্য রয়েছে সুখবর। কমেডি কিং অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং গোবিন্দা অভিনীত ব্লকবাস্টার কমেডি সিনেমা ‘ভাগম ভাগে’র পরবর্তী সিক্যুয়েল আসছে। মুক্তির ১৮ বছর পর জনপ্রিয় কমেডি সিনেমার পরবর্তী সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন পরিচালক প্রিয়দর্শন। পরিচালকের পছন্দের সিনেমা গুলির ভেতর এটি অন্যতম।
১৮ বছর বাদে ফিরছে ভাগম ভাগের পরবর্তী সিক্যুয়েল
১৮ বছর পর দ্বিতীয় সিক্যুয়াল নিয়ে ফিরছেন পরিচালক। ভাগম ভাগকে খ্যাতিমান পরিচালক প্রিয়দর্শনের অন্যতম প্রিয় চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয়। সিক্যুয়েলটির স্বত্ব সম্প্রতি রোরিং রিভার প্রোডাকশন কিনেছেন বলে জানা গেছে। সরিতা অশ্বিন ভার্দের , শেমারু এন্টারটেইনমেন্ট এর অধিকারি এই স্বত্ব কিনেছেন বলে জানা যায়। সরিতা একই সঙ্গে এই চলচ্চিত্রের স্ক্রিপ্টেও কাজ করছেন। তিনি শেমারু এন্টারটেইনমেন্টের সঙ্গে ছবিটি প্রযোজনা করবেন।
পরবর্তী সিক্যুয়াল নিয়ে কি বললেন ছবির নির্মাতারা?
সিক্যুয়েলের জন্য এত সময় লাগল কেন জানতে চাওয়া হলে, সরিতা বলেন, “ভালো সিক্যুয়েলের জন্য সত্যিই একটু বেশি সময় লাগলো কি? কারণ ভাগম ভাগের মতো একটি বিশেষ চলচ্চিত্রের সিক্যুয়েলটি ঠিক ততটাই বিশেষ হওয়া উচিৎ। অনেকের ইমোশন ও ভালোবাসা জড়িয়ে আছে এই সিনেমাকে ঘিরে।”
শেমারু এন্টারটেইনমেন্টের সিইও হিরেন গাদা বলেছেন, “আমরা একটি অসাধারণ টিমের সঙ্গে অংশীদারিত্ব করেছি। এবারে এমন একটি চলচ্চিত্র তৈরি করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। এই ছবিটি আরও হাসি, মজা এবং বিনোদন দিয়ে সিনেমার প্রথম সিক্যুয়েলের মতোই ভালোবাসা কুড়োবে এবং প্রথম সিনেমার গল্প অব্যাহত রাখবে।”
এটা যে সিক্যুয়েলের যুগ সেটা নিঃসন্দেহে বলা যায়। গত কয়েক বছরে পরপর বেশ কিছু হিট ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বলিউডের কমেডি ঘরানার ছবি ‘ভাগম ভাগ।’
আসছে ‘ভাগম ভাগ- টু’। সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে এখন চর্চা তুঙ্গে। ছবির তারকা সারিদের তালিকা নিয়ে পাওয়া খবর পাওয়া গেছে বেশ কিছুদিন আগে। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা গেছে, শিমারুর থেকে ভাগম ভাগের স্বত্ব কিনে নিয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার। শুধু তাই নয়, ‘ভাগম ভাগ টু’ নিয়েও কাজ শুরু করে দিয়েছেন অক্ষয়।
আবার শুধু ভাগম ভাগ নয়, অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনে নিয়েছেন বলে খবর। ফলে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আবারও পর্দায় নিয়ে আসতে অক্ষয় যে বদ্ধপরিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।
জানা গেছে, বর্তমানে ‘ভাগম ভাগ টু’-এ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ সম্পন্ন। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি এবং মজা রাখা যায়। স্ক্রীপ্ট রাইটার নিজে ছবির স্বত্ব কিনেছেন বলেও জানা গেছে।
জানা গেছে, এই ছবিতেও পরেশ রাওয়াল এবং গোবিন্দার সঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার। ‘ভাগম ভাগ’ ছবিটিতে তারা তিনজনই ছিলেন মুখ্য অভিনেতা। ফলে সিক্যুয়েলেও যদি আবার তাদের তিনজনকেই দেখা যায় সেটা যে একটা রিইউনিয়নের পাশাপাশি তাদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রিকে পুনরায় দেখার সুযোগ হয়ে উঠবে।
প্রসঙ্গত, ‘ভাগম ভাগ’ ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন সেই ছবিটির পরিচালনা করেছিলেন। গল্পের হাস্যরস, টুইস্ট, ইত্যাদি সব মিলিয়ে সেটাকে অনবদ্য করে তুলেছিল। বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই ছবি। ২০২৬ এ আসতে চলেছে বেগম ভাগের পরবর্তী সিক্যুয়াল।