খুব বেশি দিন আগের কথা নয়, রাজনীতির মানুষ বাবা সিদ্দিকির খুন হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে। সম্পর্কে সলমন খানের বন্ধুসুলভ ছিলেন বাবা সিদ্দিকি। দুজনার বন্ধুত্ব বেশ গভীর ছিল। একে তো বন্ধুর মৃত্যুতে শোকগ্রস্ত ছিলেন ভাইজান, উল্টোদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক হুমকি আসছে ভাইজানের কাছে।
বাবা সিদ্দিকির মৃত্যুর পর, গত কয়েকমাস ধরে, মাঝেমধ্যেই প্রাণনাশের হুমকি আসছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের কাছে। এমনকি সাংঘাতিক সব হামলা হয়েছে তাঁর ওপর। গত এপ্রিল মাসে তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনায়, তাঁকে প্রাণে মারার ছকের কষা হয়েছিল বলে জানা যায়।
একের পর এক প্রাণনাশের হুমকি আসছে বলিউডের ভাইজানের কাছে! তোয়াক্কা না করেই নতুন ছবির কাজে ব্যস্ত ভাইজান—
এরপর থেকেই কখনও ফোনে, কখনও হোয়াটসঅ্যাপে, কখনও আবার ডাকযোগে চিঠী দিয়ে ভাইজানকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। প্রথমদিকে অনেকটাই ঘাবড়ে গিয়েছিলেন দাবাং খান। নিজের থেকেও বেশি বাবা মায়ের জন্য চিন্তা করছিলেন তিনি। তবে আজকাল সেসব ভয় হুমকি অনেকটাই কাটিয়ে উঠেছেন বলিউডের দাবাং খান। এসবকে পাত্তা না দিয়ে সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছেন। তাঁর মাঝেই দিব্যি চলছে তাঁর নতুন সিনেমার কাজ। হুমকির ভয়কে দূরে সরিয়ে, খোশমেজাজেই ছবির শুটিং, বিগ বসের শো ঘরে আবার বছর শেষে নানা পার্টি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভাইজান।
মৃত্যু হুমকিকে দূরে সরিয়ে সলমনের পুরো মনোযোগ এখন তাঁর নতুন সিনেমার দিকে। অন্য চিন্তা ভাবনা সরিয়ে মন দিয়ে সিকন্দরের কাজ করছেন অভিনেতা। বেশ অনেকদিন হলো বক্সঅফিসে ঝড় তুলছেন না ‘দাবাং’ ভাইজান। শেষ যেসমস্ত সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো শুরুতেই মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। তাই টাইগারের পর এবার একেবারে নতুন চরিত্রে আবারো পর্দা কাঁপাতে চলেছেন সলমন। আর সেই নতুন চরিত্র হল ‘সিকন্দর’।
সামনে এলো ভাইজানের নতুন ছবির প্রথম ঝলক! শুক্রবার মুক্তি পেতে চলেছে টিজার—
চলতি বছর প্রায় শেষের দিকে। সপ্তাহ ঘুরলেই নতুন আশা নিয়ে নতুন বছর শুরু হবে। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে ‘সিকন্দর’ হয়ে ধরা দিতে চলেছেন সলমন খান। বৃহস্পতিবার সেই নতুন ছবির অবতারেরই দেখা গেল বলিউডের ভাইজানকে। সামনে এলো সিনেমার প্রথম ঝলক। হাতে ধারালো অস্ত্র নিয়ে সিকন্দর অবতারে ধরা দিলেন তিনি। প্রথম ঝলকেই সলমন যেন বুঝিয়ে দিলেন, তাঁকে দমিয়ে রাখা সহজ নয়।
শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর ৫৯ পা দিলেন বলিউড ভাইজান সলমন। নিজের জন্মদিনে নিজেই অনুরাগীদের উপহার দেবেন অভিনেতা। বৃহস্পতিবার তাঁর লুকের প্রথম ঝলক শেয়ার করে ভাইজান বুঝিয়ে দিলেন, ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। ‘সিকন্দর’ ছবির প্রথম ঝলক প্রকাশ করে সমাজমাধ্যমে ভাইজান জানিয়েছিলেন, শুক্রবার জন্মদিনে সকাল ১১ টায় প্রকাশ্যে আসবে ‘সিকন্দর’ ছবির টিজার।
সলমন ছাড়াও ‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যরাজকে। অনেকেই ধারণা করছেন, এই ছবির ভিলেন তিনিই। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। এই ছবিতে সলমনের বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। হয়তো সাফল্যের আশায় ভাইজানও সেই পথই বেছে নিয়েছেন। আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ভাইজানের নতুন ছবি ‘সিকন্দর’।