বলিউডে এখন অবধি বেশ কিছু জুটির মেলবন্ধন দেখা গেলেও, ভাইজান আর হ্যান্ডসাম গ্রীক গডের জুটি দেখা যায়নি। তবে এবারে দর্শকের মনের এই আশাও পূরণ করবে বলিউড। নতুন বছরে বলিউডের তরফ থেকে থাকছে বড় চমক। বড়পর্দায় একসঙ্গে একফ্রেমে ধরা দেবেন, সলমন খান ও হৃতিক রোশন! হ্যাঁ, এবারে বলিউডের তরফ থেকে দর্শকের জন্য এটিই নতুন চমক।
বলিউডের দুই জনপ্রিয় তারকা এবারে একসঙ্গে জুটিতে আসছেন। এরআগে সালমান খানের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের জুটি বেশ প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। এবার বলিউডের হ্যান্ডসাম মোস্ট নায়কের সঙ্গে জুটিতে দেখা যাবে ভাইজানকে। কোন ছবিতে তাঁরা একসঙ্গে জুটি বাঁধবেন?
কোন সিনেমাতে একসঙ্গে দেখা যাবে হৃত্বিক- সলমনকে?
এবারে বড়পর্দায় একসঙ্গে হৃত্বিক রোশন ও সালমান খান। নতুন বছরে বলিউডের তরফ থেকে ভক্তদের জন্য থাকছে বড় চমক। পর্দায় একসঙ্গে এক থাকছেন হৃতিক-সলমন। নতুন বছরে বলিউডের এক বড় চমক। আপাতত বড়পর্দায় খুব একটা দেখা যায় না হৃতিককে। তাঁর হাতে খুব বেশি সিনেমা নেই বলেই ধারণা করা যায়। অন্যদিকে ভাইজান সলমন কিন্তু এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। তবে কি ভাইজানের নতুন ছবি সিকন্দরেই ক্যামিও থাকবে হৃত্বিকের?
নাহ, কোনো সিনেমার দৃশ্যে একসঙ্গে জুটি বাঁধবেন না বলিউডের এই দুই তারকা। তাহলে কোথায় দেখা যাবে তাঁদের একসঙ্গে? পুরো বিষয়টা এবার সোজা সাপটা খুলে বলাই ভালো। বলিউডের সূত্রের খবর অনুযায়ী, আলি আব্বাস জফরের পরিচালনায়, কোনও ছবিতে নয়, বরং এক বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সলমন ও হৃতিক। সূত্রের খবর অনুযায়ী আরও জানা গেছে এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের কিছু ছবিকেও। জানা গিয়েছে, হৃতিক ও সলমনকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।
আসছে ভাইজানের নতুন ছবি সিকন্দর!
আপাতত, বড়পর্দায় বহুদিন দেখা মিলছে না হৃতিকের। হাতে তেমন কোনও ছবিও নেই। তবে সলমন এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। কিছুদিন আগেই মৃত্যুর হুমকি অবধি পেয়েছিলেন ভাইজান। তবে এসবের মাঝেই, কড়া নিরাপত্তার অধীনে শুটিং সারছেন বলিউডের ভাইজান। মৃত্যুভয় বা হুমকির পরোয়া না করেই পুরো অ্যাকশন মেজাজে নিজের পরের ছবি ‘সিকন্দর’র শুটিং করছেন সলমন খান। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।
এই সিনেমায় সলমনের সঙ্গে থাকছেন এক ঝাঁক তারকা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতে অংশীদার তিনিও। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।