অভিষেককে হারিয়ে এখন একা জীবন কাটছে স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের। সাইনার আদুরে নাম ডল। এর আগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিষেকের স্ত্রী সংযুক্তা বলেছিলেন, অভিষেকের ইচ্ছে মেয়ে ডল বড় হয়ে অভিনয় জগতে আসবে। এবারে অভিষেকের সেই স্বপ্নই পূরণ করতে চলেছে মেয়ে সাইনা চট্টোপাধ্যায়।
৯০ এর দশকের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। সেসময় লাভার বয় হিসেবে টলিউডে খ্যাতি ছিল তাঁর। বড়পর্দার পরে ছোটপর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকেও কাজ করেছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। প্রায় আড়াই বছর হলো অকালপ্রয়ান ঘটেছে জনপ্রিয় এই অভিনেতার। তাঁর শেষ ধারাবাহিক খড়কুটোর সেটেই অসুস্থ হয়ে পড়েন। তারপর শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২৪ মার্চ তিনি পরলোকগমন করেন। মাত্র ৫৭ বছর বয়েসে না ফেরার দেশে চলে যান বাংলা সিনেমার এই নক্ষত্র।
ধারাবাহিকে অভিষেক কন্যা সাইনা
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় দেখা যাবে তাঁকে। বরাবরই দর্শকের ভালোবাসার শীর্ষে ছিল সূর্য দীপার এই গল্প। খলনায়িকা মিশকার বিভিন্ন ভয়ানক চালে মজেছিল দর্শক ভক্তরা। এখন টিআরপির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। গল্প বেশ একঘেয়ে ও খাপছাড়া হয়ে গেছে বলে দাবি দর্শকদের। তাই পরিচালক এবার গল্পে এনেছে নতুন চমক।
গল্পে নতুন মোড়
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। কয়েক বছর এগিয়ে গল্প শুরু হয়েছে এই ধারাবাহিকে। সূর্য-দীপার যমজ মেয়ে সোনা-রূপা বড় হয়ে গেছে। এর আগে এক দুর্ঘটনায় দুই মেয়ে এবং সূর্যর থেকে আলাদা হয়ে যায় দীপা। রূপার হারিয়ে যাওয়ার পেছনে সোনাকেই দোষী করে দীপা। এদিকে সোনাও ভুল বোঝে তার মাকে। বড় হয়ে মাকে আর পছন্দ করছেনা সোনা। মাকে ঘৃণা করে সে। মায়ের বিরুদ্ধে বিভিন্ন কারসাজি করতেও শুরু করেছে সোনা।বড় সোনার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু। অভিনেতা সঞ্জয় বসুর ছোটো কন্যা সে। এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছে সে। এবারে বড় সোনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর চরিত্রটি কিছুটা নেগেটিভ বলেই ধারণা করা যাচ্ছে।
আরও পড়ুন
নতুন চরিত্র, অনুরাগের ছোঁয়ায় অভিষেক কন্যা সাইনা
তবে বড় রূপার আগমন এখনো হয়নি ধারাবাহিকে। রূপার জন্য এখনো পথ চেয়ে তাঁর মা দীপা। এবারে বড় রূপার আগমন ঘটবে ধারাবাহিকে। বড় রূপার চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দ্বন্দ্ব ছিলো দর্শকমহলে। এই নিয়ে কৌতুহলী আছেন দর্শকমহল। শোনা গিয়েছিল এই চরিত্রে দেখা যাবে রাণী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। বাংলার অভিনয় জগতের জনপ্রিয় মুখ তিনি। তাঁকেই বড় রূপার চরিত্রে দেখা যাবে বলে আশাবাদী ছিলেন ভক্তরা। তবে সময় মিলিয়ে উঠতে না পারায় এই চরিত্রে অভিনয় করছেন না দিতিপ্রিয়া।জানা গেছে, বড় ‘রূপা’র চরিত্রে দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে নবাগতা সাইনা চট্টোপাধ্যায়কে। এই চরিত্রের মাধ্যমেই প্রথম অভিনয় জগতে কাজ শুরু করবেন তিনি। এবারে বাবার স্বপ্ন পূরণ করতে চলেছেন অভিষেক কন্যা সাইনা। যদিও ধারাবাহিকের কর্তৃপক্ষ অফিসিয়ালি এখনো কিছু জানায় নি এই বিষয়ে। নতুন কোনো প্রোমোও দেখা যায়নি। তবে জানা গেছে, খুব তাড়াতাড়ি গল্পে দেখা যাবে বড় রূপার চরিত্রটিকে।
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার