বলিউডের অন্যতম সেলিব্রিটি দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। বলিউডের আদর্শ দম্পতির তকমা তাঁদের দখলে। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দীর্ঘ সাত বছরের প্রেম পূর্ণতা পেয়েছিল তাঁদের বিবাহের মাধ্যমে। এক যুগের বেশি সময় হলো তাঁরা একসঙ্গে রয়েছেন। তাঁদের সাংসারিক জীবন,বলিউডে এক উদাহরণ। তাঁদের সম্পর্কের অনুরাগীর সংখ্যাও কিন্তু ঢের।
বর্তমানে দুই পুত্রসন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন পার করছেন রীতেশ-জেনেলিয়া। এই দীর্ঘ বিবাহিত জীবনে তাঁদের কোনো মনোমালিন্যের খবরও শোনা যায় নি। বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়ান নি দুজনের কেউই। বিয়ের আগে গুঞ্জন শোনা গিয়েছিল বিয়ের পর নাকি অভিনয় ছেড়ে দেবেন জেনেলিয়া। তবে সেরকম কিছুই ঘটেনি। স্বামী এবং শ্বশুরবাড়ির সকলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন জেনেলিয়া। তাঁর শ্বশুরবাড়ির প্রত্যেকে খুবই সহযোগী মনোভাবের মানুষ। তাঁরা সকলেই চেয়েছিলেন জেনেলিয়া যেন অভিনয় চালিয়ে যান।
রীতেশকে নিয়ে কি মন্তব্য করলেন জেনেলিয়া জানেন?
বিয়ের পরেও তাই বেশ কয়েকটি সিনেমার মুখ্য চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। জেনেলিয়া জানান স্বামী হিসেবে তিনি রীতেশকে সবসময় ১০০ তে ১০০ দেবেন। খুবই সাহায্যপরায়ণ একজন মানুষ রীতেশ। জেনেলিয়ার শ্যুটিং থাকলে সেসময় নিজেই সংসারের সমস্ত কাজ সামলান রীতেশ। আর খুব স্বাভাবিকভাবেই ভালবেসেই সেসব করেন অভিনেতা।
এই সেলিব্রিটি জুটির দাম্পত্য রহস্য নিয়ে কী বললেন রীতেশ?
এর আগে ন্যাশনাল টেলিভিশনের এক জনপ্রিয় নাচের শো’য়ে একসঙ্গে এসেছিলেন এই তারকা দম্পতি। সেখানে তাঁদের সুখী দাম্পত্য জীবনের রহস্য জানতে চাইলে রীতেশ বলেন, “ভালোবাসা আপনার জীবনে অভ্যেসের মতো হয়ে যাওয়া উচিত, তবে অভ্যেস হওয়ার পর সেখানে যেন ভালোবাসার অভাব না ঘটে”।
জানেন কী কারণে রীতেশ জেনেলিয়াকে দিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের প্রস্তাব?
২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেট থেকে তাঁদের প্রেমের গল্প শুরু হয়। দীর্ঘ সাত বছর পর সেই সম্পর্কে পরিণতি আসে। তবে তাঁদের প্রেমের জীবনে কিন্তু বেশ কিছু খুনসুঁটিতে ভরা মুহূর্তও ছিল। সম্প্রতি সেই বিষয়ে কথা বলেন অভিনেত্রী জেনেলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, একবার নাকি রীতেশ তাঁকে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন। দুশ্চিন্তায় সারারাত ঘুমোতে পারেননি অভিনেত্রী।
কী এমন হয়েছিল যে এই পাওয়ার কাপলের সম্পর্ক বিচ্ছেদ অবধি গড়ালো?জেনেলিয়া জানান যে বিয়ের আগে একদিন রাতে রীতেশ জেনেলিয়াকে মেসেজ করেন। সেখানে লেখা ছিল, ‘আমাদের সম্পর্কের ইতি এখানেই।’ রীতেশ নাকি সেসময় সাধারণত দেরীতে ঘুমোতো। তবে সেদিন এই মেসেজ পাঠিয়ে তিনি জলদি ঘুমিয়ে পড়েন। এমন একটি মেসেজ পেয়ে রাতের ঘুম উড়ে যায় জেনেলিয়ার। সেই রাতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
পরদিন সকালেই জেনেলিয়া তাঁর উত্তর পান। সকালে উঠে রীতেশের নাকি নিজের এই কান্ডের কথা মনেই ছিল না। খুব স্বাভাবিক ভাবেই জেনেলিয়া কে ফোন করে গুড মর্নিং বলেন। জিজ্ঞেস করেন ‘কি করছ’? ততক্ষণে শ্রীমতি ভয়ঙ্করী রেগে আগুন। প্রেমিককে বলেন, “আমাদের আর কথা বলা উচিত নয় বলে মনে হয়। আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না।”
তখন নাকি খুবই অবাক হয়ে কারণ জিজ্ঞেস করেন রীতেশ। জেনেলিয়া তাকে সবটা মনে করিয়ে দেন। গোবেচারা সুরে রীতেশ নাকি উত্তর দেন, পুরোটাই তিনি মজা করে বলেছেন কারণ সে দিন ছিল ১ এপ্রিল। এদিকে এপ্রিল ফুল ডে’তে সকাল ন’টা পর্যন্ত সাংঘাতিক অবস্থা হয়েছিল রীতেশ পত্নীর।