শরীরের পাতলা গড়ন, মুখে প্রাণখোলা হাসি নিয়ে সামনে এলো রেশমি সেনের যুবতী কালের ছবি। মায়ের অল্প বয়সের ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছেলে ঋদ্ধি সেন। পরনে রঙিন চুড়িদার, রোগা ফিগার, কপালে টিপ, হাতে ঘড়ি আর খোলা চুলে অপরূপ সুন্দরী দেখাচ্ছে রেশমি সেনকে। সঙ্গে রয়েছে প্রাণখোলা হাসি।
অভিনেত্রীর যুবতী বয়সের ছবি দেখলে তাঁর বর্তমান বয়স ভুলে যাবে যে কেউ। তবে তিনি এখন এক সন্তানের মা। তাঁর স্বামীও বাংলার জনপ্রিয় অভিনেতা। সঙ্গে শ্বাশুড়িমাও কম যান না। অভিনেত্রীর শ্বাশুড়িমাও একসময় বেশ দাপুটে অভিনেত্রী ছিলেন।
প্রায় ৩০ বছর আগের এই তরুণী নিজেও বাংলার জনপ্রিয় অভিনেত্রী। স্বামী, শ্বাশুড়িমা, ছেলে এমনকি হবু পুত্রবধূও অভিনয় জগতের সাথে জড়িত। সকলেই বাংলার বেশ জনপ্রিয় মুখ। থিয়েটারের মঞ্চেও এই পরিবারের দাপট বরাবরই চোখে পড়ার মতো। এই পরিবারের সকলেই বেশ ভালোভাবে থিয়েটারের সঙ্গে জড়িত। এছাড়াও বাংলা ধারাবাহিক ও সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন রেশমি সেন।
অভিনেত্রীর ২২-২৩ বছর বয়সের এই ছবিগুলো দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন না তিনি কে। তবে যৌবনকালের এই সুন্দরী বাংলার জনপ্রিয় অভিনেত্রী রেশমি সেন। স্বামী কৌশিক সেন ও শ্বাশুড়িমা চিত্রা সেন। মায়ের জন্মদিনে তাঁর একাল সেকাল মিলিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছেলে ঋদ্ধি সেন। সঙ্গে রয়েছে মায়ের উদ্দ্যেশ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তার খোলাচিঠি।
মায়ের কম বয়সের ছবি ছাড়াও, ঋদ্ধিকে কোলে নিয়ে মায়ের ছবি। আবার কখনও বা থিয়েটারের গাউন পড়ে মায়ের ছবি, কখনও বা থিয়েটারে অভিনয়রত অবস্থায় মায়ের দক্ষ অভিনয়ের ছবি দেখা যায়। আবেগঘন পোস্টে মায়ের প্রতি ভালোবাসার বিভিন্ন বাক্য লেখেন ঋদ্ধি। ইদানিং এই পরিবার যে বেশ ভালোই থিয়েটারে ঝুঁকেছে তা বোঝা যায় ঋদ্ধির পোস্ট দেখেই।
স্বামী কৌশিক সেনের সঙ্গেও রেশমির পরিচয় হয়েছিল কিন্তু এই থিয়েটার মঞ্চেই। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম ও তারপর বিয়ে। সেই বিয়েরও পার হয়েছে ২৯ বছর। থিয়েটারের মঞ্চ থেকে ছোটপর্দা বা বড়পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই দম্পতি। শুধু তাঁরা দুজন নয়, ছেলে ও হবু বৌমাও কিছু কম যান না। মূলত ছোটপর্দায় সবথেকে বেশি জনপ্রিয় রেশমি সেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে। তবে থিয়েটারের মঞ্চেও তাঁর অভিনয়ের দর্শক ভক্তর সংখ্যাও অনেক।
স্বামী আর শাশুড়ি দাপুটে অভিনেতা, অল্প বয়সী এই তরুণী এখন টেলিপাড়ার চেনা মুখ
২২-২৩ বছরের এই তরুণীকে দেখলে এখন চিনতে পারবেন না।
ছিপছিপে ফিগার, পরনে প্রিন্টেড সালোয়ার কামিজ, চুল খোলা, কপালে টিপ আর ডান হাতে কালো ব্যান্ডের ঘড়ি। ২২-২৩ বছরের এই তরুণীকে দেখলে এখন চিনতে পারবেন না। তবে ইনি বিখ্যাত এক অভিনেতার স্ত্রী।
তরুণীর মুখ যদি একটু ভাল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন ইনি হলেন অভিনেত্রী রেশমি সেন। যিনি অভিনেতা কৌশিক সেনের স্ত্রী ও ঋদ্ধির মা। মায়ের জন্মদিন উপলক্ষ্যে ছেলে ঋদ্ধি একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন আর মাকে খোলা চিঠির মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তরুণী বয়সের ছবির পাশাপাশি ছোট্ট ঋদ্ধিকে নিয়ে রেশমি সেনের ছবি আবার নাটকের মঞ্চে অভিনয়ে পারদর্শী রেশমিকেও তুলে ধরেছেন ছেলে ঋদ্ধি। দীর্ঘ আবেগে ভরা লেখার পাশাপাশি ঋদ্ধি এটা জানাতে ভোলেনি যে তিনি তাঁর মায়ের সঙ্গে লায়ন কিং দেখতে দেখতে কত কী ভেবেছেন।
মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন ঋদ্ধি?
স্বামী, শ্বাশুড়ি আর ছেলেকে নিয়ে ভরা সংসার রেশমির। কদিনেই বাড়িতে হতে পারে নতুন বৌমার আগমন। ঋদ্ধির গার্লফ্রেন্ড সুরঙ্গনা বন্দোপাধ্যায় বেশ আদরের রেশমির কাছে। রেশমি নিজেও কৌশিক সেনের সঙ্গে প্রেম করতেন তাঁর স্কুল জীবন থেকেই। থিয়েটারের মঞ্চে এসে তা আরও শক্তপোক্ত হয়। ছেলেকেও নিজের মনের মতো করেই বড় করে তুলেছেন। মায়ের ভালোলাগা গুলোকে নিজের ভালোবাসার স্থান দিয়েছে ঋদ্ধি। মায়ের জন্মদিনের পোস্টে বলেছেন, ছোটবেলায় মায়ের সঙ্গে লায়ন কিং দেখতে গিয়ে তিনি ভাবতেন মা না থাকলে তাঁর কি হতো। সত্যিই মা ছাড়া জীবন বড্ড অসহায়। তবে মা’কেও বেশ নিজেদের জেনারেশনের মতো করে তুলছেন ঋদ্ধি। সেজন্যই সম্প্রতি রেশমি ইনস্টাগ্রাম পেজও খুলেছেন।