বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় চলচিত্র নির্মাতা রায়হান রাফী। রাফীর সিনেমা মানেই তা হিট হবেই। সম্প্রতি তুফান সিনেমা রিলিজের পর ভারতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী আরও অনেক তারকারা।
রায়হান রাফীর সঙ্গে তমা মির্জার বিচ্ছেদের খবর ঘিরে জল্পনা
রায়হান রাফীর নির্মাণ ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘৭ নম্বর ফ্লোর’ ইত্যাদি সিনেমায় দেখা মিলেছে বাংলাদেশের জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী তমা মির্জার। রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তমা। নিজেদের শুধু ভালো বন্ধু দাবী করলেও, এই দুই তারকাকে ঘিরে রয়েছে প্রেমের গুঞ্জন। এই চলচিত্র নির্মাতার প্রেম গুঞ্জনকে এক ওপেন সিক্রেট ও বলা যায়। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে।
রায়হান রাফীর সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে কী বললেন তমা?
ভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুললেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে প্রেম বিচ্ছেদ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাফীর সঙ্গে প্রেম ছিল এটা তিনি কখনও বলেননি, তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন আসছে কেন?” প্রেমের গুঞ্জনের বিষয় নিয়ে আরও প্রশ্ন করা হলে তমা বলেন, “আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।”
বেশ কিছুদিন আগে এই প্রসঙ্গে কথা বলেছিলেন রাফী । তিনি জানিয়েছিলেন, তাঁদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তাঁরা ভালো বন্ধু। সেই কথার প্রেক্ষিতে প্রশ্ন এলে তমা বলেন, “ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।”
তমার জন্মদিনে ফেসবুকে কি বলেছিলেন রায়হান রাফী জানেন?
কিছুদিন আগে অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের বেশ আদুরে একটি ছবি আপলোড করেছিলেন রাফী। ক্যাপশনে লিখেছিলেন, “আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।” এরপরেও এই সম্পর্ককে প্রেম ছাড়া অন্য কিছু বলা যায় না বলে মনে করেছিলেন নেটিজেনরা।
তবে অভিনেত্রী তমার কথা অনুযায়ী যেহেতু তাঁদের বন্ধুত্বেও বিচ্ছেদ, সেক্ষেত্রে রাফীর আগামী পরিচালনায় তাঁকে দেখা যাবে কি না এটাই এখন বড় প্রশ্ন। তমা কাজের ক্ষেত্রে নিজেকে পেশাদার দাবী করেন। তাঁর মাকে হাসপাতালে ভর্তি করেও তিনি কাজ করেছেন বলে জানান। তবে মায়ের বেশি কিছু হলে আর কাজ চালানো তাঁর পক্ষে সম্ভব না বলে তিনি জানান।
আরও পড়ুন
তিনি আরও বলেন, “একই ভাবে ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব, সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।”