রাকুলপ্রীত সিং, একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী, বলিউড থেকে টলিউড সব অভিনেতা -অভিনেত্রীরা নিজেদেরকে ফিট রাখতে চান । তারা খাওয়া দাওয়ার পাশাপাশি নিজেদের ফিট রাখতে জিমে গিয়ে কসরত করে থাকে। সম্প্রতি , নিজেকে ফিট রাখতেই গুরুতর চোটের কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন অভিনেত্রী। তার এই অবস্থা বেশ উদ্বেগজনক, কারণ তিনি শারীরিকভাবে সক্রিয় একজন ব্যক্তি এবং অনেক সিনেমায় তার কর্মক্ষমতা ও নৃত্যের জন্য প্রশংসিত। চোটের কারণে তিনি কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন ।
রাকুল প্রীতের চোট কীভাবে হয়েছে ?
জিমে গিয়ে অতিরিক্ত কসরত করাই কাল হল রাকুল প্রীত সিংয়ের জন্য! জানা গিয়েছে এদিন অভিনেত্রী কোনও রকম বেল্ট না পরেই ডেডলিফট করতে গিয়েছিলেন। তাও আবার ৮০ কেজি ওজনের। আর তাতেই গুরুতর আঘাত পান অভিনেত্রী। পিঠে বেদম জোরে আঘাত পেয়েছেন বলেও জানা গিয়েছে।কেমন আছেন এখন রাকুল প্রীত সিং?ওয়ার্ক আউট সেশনের সময় ৮০ কেজি ওজনের ডেডলিফট করতে গিয়ে পিঠে আঘাত পেয়েছেন রাকুল প্রীত সিং। আপাতত তাঁকে এক সপ্তাহের বেশি সময় বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তার। ঘনিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে ব্যাপারটা সত্যিই ভয়ের । বেশ কয়েকদিন আগেই ঘটনাটি ঘটেছে। তারপর থেকেই তিনি বেড রেস্টে আছেন।এই আঘাত পাওয়ার পরও অভিনেত্রী কাজ থামাননি বলেও জানিয়েছেন সেই ব্যক্তি।তিনি ব্যথা সহ্য করতে না পেরে ৩ দিনের মাথায় ফিজিওথেরাপিস্টের কাছে যান। ফিজিওথেরাপি চালু করেও বেথা কমেনি অভিনেত্রীর ।
গত ১০ অক্টোবর বাড়াবাড়ি হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। এর পরে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেন। জানা গিয়েছে রাকুল প্রীতের স্নায়ু গুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বিপিও ফল করে গিয়েছিল তাঁর । চিকিৎসকরা তাকে বিছানায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন।ডেডলিফ্ট একটি কঠিন এবং চ্যালেঞ্জিং ব্যায়াম, যা আপনার পিঠ এবং পায়ের পেশীগুলিকে শক্তিশালী করে, তবে সঠিক কৌশল এবং সতর্কতা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ ।
অভিনেত্রী জানান, “আশা করছি তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, কারণ এভাবে বিনাকাজে থাকতে পারি না। তবে, এটা একটা শিক্ষা ছিল। দয়া করে, নিজের শরীরের সতর্কবার্তা শুনবেন। অতিরিক্ত করতে যাবেন না।” আপাতত তাই অভিনেত্রী বেড রেস্টে আছেন।এতকিছুর পরও জীবনীশক্তি হারাতে নারাজ অভিনেত্রী। শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ ছবিতে তাঁকে ‘শূর্পণখার’ চরিত্রের দেখা যেতে পারে, অনুরাগীরা সেই অপেক্ষাতেই থাকবে।